-ইনকিলাব ডেস্ক :
ইন্টারনেট এখন ভুল তথ্যপ্রবাহের মহাসাড়কে পরিণত হয়েছে। ইন্টারনেটে ছবি জালিয়াতি করে একজন ভারতীয় শিখকে বানানো হলো আরব মুসলমান এবং তার হাতের ল্যাপটপটি হয়ে গেল কোরান শরীফ। এমনই ঘটনা ঘটেছে গত সপ্তাহে প্যারিস হামলার কয়েক ঘণ্টা পর। জালিয়াতি করা ওই ছবিটি আবার ওয়েবসাইটেও ছাড়া হয়েছিলো। তাতে দেখা যায়, দেখতে আরবদের মতো এক ব্যক্তি বুকে এটি কোরান শরীফ ধারণ করে দাঁড়িয়ে আছে। টুইটে এবং পোস্টে ওই ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়। মুহূর্তের মধ্যে তার ছবিটি ছড়িয়ে গেল লাখ লাখ মানুষের কাছে। তারা তাকে সন্ত্রাসী মনে করতে লাগলো। কাছে পেলে হয়তো মেরেই ফেল তো। কিন্তু আসল ঘটনাটি বোঝা যেতো যদি ওই ব্যক্তিটির সামনে তাদের নিয়ে আসা হতো। আসলে যাকে মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে সন্ত্রাসী বানানো হলো, সে একজন খুব সহজ-সরল ভারতীয় শিখ। তার নাম বীরেন্দ্র জুবাল। সে কানাডায় থাকে। তার হাতের যে বস্তুটিকে কোরান শরীফ বানানো হয়েছিলো, তা ছিলো মূলত একটি আইপ্যাড। কিন্তু কেউ একজন তার ছবিটি তুলে তা অশুভ চিন্তাভাবনা নিয়ে এডিট করে তরুণ ওই শিখের জীবনটাই ধ্বংস করে দিলো। ওই ছবির জের ধরে জুবাল শুধু প্যারিস হামলার সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত হননি, বিভিন্ন স্থান থেকে তাকে হুমকি শুনতে হচ্ছে। ইন্টারনেটের এই ব্যবহারটি কোনভাবেই আদর্শিক হতে পারে না। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক ভুল তথ্য যাচ্ছে। এমনকি এ কারণে অনেকের জীবনও বিপর্যস্ত হয়ে পড়ছে। সন্ত্রাসী এবং অসৎ ব্যক্তিরা এভাবেই ইন্টারনেটকে ব্যবহার করছে, যারা এই সুন্দর পৃথিবীটাবে অগ্নিকু-লীর মতো জ্বলতে দেখতে চায়। এর সেবা যতটুকু, মনে হয় অপসেবা তারচেয়ে বেশিই হয়ে থাকে। এ ব্যাপারে সজাগ হওয়ার সময় এসেছে। ইন্ডিয়া টুডে।
Source