-নিজস্ব প্রতিবেদক:
নতুন যুগে প্রবেশ করলেন লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার মানুষেরা। দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলে চালু হল আধুনিক প্রযুক্তির থ্রিজি সেবা।
গতকাল দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠি, ডাক ও টেলিযোগাযোগ সচিব এম ফাইজুর রহমান চৌধুরী এবং সরকারের ও গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এ সময় গণভবনে উপস্থিত ছিলেন। অন্যদিকে লালমনিরহাটে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংরক্ষিত সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, গ্রামীণফোনের চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন ৪ কোটি ৯০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, ১৬ কোটি মানুষের দেশে ১১ কোটি সিম কার্ড রয়েছে। অথচ বিএনপি সরকারের সময় ফোন করলেও ১০ টাকা, না ধরলেও ১০ টাকা দিতে হতো। ওই সময় মোবাইল ফোনের দাম ছিল ১ লাখ ২০ হাজার টাকা।
তিনি বলেন, বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন সহজলভ্য করেছি ?আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে। আমরাই প্রথমে গ্রামীণফোন, একটেল ও সেবাকে প্রাইভেটে ব্যবসা করার সুযোগ দেই। আজ আমরা থ্রিজিতে চলে গেছি। দেশের প্রায় সব সেবামূলক কাজই মোবাইল লাইনে সম্পন্ন হচ্ছে। গ্রামীণফোনকে ধন্যবাদ আঙ্গরপোতা-দহগ্রামের মতো এমন একটি প্রত্যন্ত এলাকায় এ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।
ইন্টারনেট সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি আজ ব্যাপকভাবে সামাজিক উন্নয়নে ব্যবহার হচ্ছে। যত বেশি ব্যবহার হচ্ছে, চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আর সেসঙ্গে গতিটাও বৃদ্ধি করা দরকার। ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের চুক্তি হয়েছে। সেসঙ্গে ব্রডব্যান্ড, সাবমেরিন কেবলকে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন করা এবং মানুষের কাছে সেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষ কীভাবে কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা পাচ্ছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি দেশের আট হাজার পোস্ট অফিসের মধ্যে সাড়ে তিন হাজার পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টারে পরিণত করা হয়েছে। বাকিগুলোও করা হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার করতে পারে। অনেক উন্নত দেশ যা পারে না বাংলাদেশের মানুষ তা পারে। বাংলাদেশের মানুষ অসাধ্যকে সাধন করেছে।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আওয়ামী লীগ সব সময় দহগ্রাম-আঙ্গরপোতার জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় আজ থ্রিজি নেটওয়ার্ক চালু করা হল। আমরা দহগ্রামবাসীর জন্য ছয় কিলোমিটার ফাইবার অপটিক্যাল স্থাপন করব।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতায় ৫০ হাজার অধিবাসীর জন্য থ্রিজি নেটওয়ার্ক চালু হল। আর প্রথমবারের মতো এ কাজটি করেছে গ্রামীণফোন। থ্রিজি সেবার মাধ্যমে সাবেক এই ছিটমহল এগিয়ে যাবে। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ওই ইউনিয়নে উন্নত যোগাযোগ সেবা আরও অনেক সুযোগের দরজা খুলে দেবে থ্রিজি সেবা। আরও সহজ, স্বাচ্ছন্দ্য ও গতিশীল হবে অধিবাসীদের জীবন। ২০০৯ সালে রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও সেটি ছিল পরীক্ষামূলক। এরপর ২০১৩ সালে নিলামের মাধ্যমে সব বেসরকারি অপারেটর থ্রিজিতে চলে যায়।
Source