- হ তৌহিদুল ইসলাম তুষার
সেলফোন চার্জ করা নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয় ব্যবহারকারীদের। বিশেষ করে জরুরি প্রয়োজনে ফোনে চার্জ না থাকলে বিপাকে পড়তে হয়। কেননা ফোন চার্জ হতেও বেশ সময় নিয়ে থাকে। এ সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে নতুন চিপ উদ্ভাবন করেছেন গবেষকরা। যা আপনার ফোনকে খুব দ্রুত চার্জ করতে সাহায্য করবে। ভিন্ন ধরনের কার্যকর এই চিপটি তৈরি করেছে সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড ইয়াজমি। খুবই ক্ষুদ্র হলেও এর কার্যকারিতায় নজর কেড়েছে অনেকের । তাই এর মধ্যে ফোনে সংযোগের ক্ষেত্রে কথা হয়েছে সনি, স্যানয়ো ও স্যামসাংয়ের সঙ্গে। ফোনটি দ্রুত চার্জের নিশ্চয়তা দিতে এই চিপের মধ্যে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ সফটওয়্যার অ্যালগরিদম। এটি ফোনের ব্যাবহৃত লিথিয়াম ব্যাটারিকে গরম হওয়া থেকে রক্ষা করে। কারণ স্মার্টফোনগুলোতে গরম হওয়া থেকে রক্ষা করতে ব্যাবহার হয় সাধারণ প্রযুক্তি, যা ব্যাটারিকে দ্রুত চার্জ হতে বাধা প্রদান করে। রিচার্ড ইয়াজমির মতে, এই চিপটি চার্জ গ্রহণের সিস্টেমকে পাল্টে দিয়েছে। ক্ষুদ্র এই চিপটি মূলত তাপমাত্রা ও ভোল্টেজ নির্ধারণ করে। একই সঙ্গে সেলফোনকে নির্দিষ্ট মাত্রায় চার্জ গ্রহণ করতে সহযোগিতা করে। বিশেষ করে যারা গাড়িতে ভ্রমণের উদ্দেশ্যে বের হন বা দূরের যাত্রাপথে থাকেন, তাদের জন্য বেশ সহায়ক হবে এই চিপটি। কারণ এই চিপটি বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোনের চার্জিং সক্ষমতা বাড়াতেও ব্যবহার করা যাবে।
Source