- শাহিদ বাপ্পি
বর্তমানে দেশের মোবাইল ব্যবহারকারীরা দৈনিক প্রায় ৬০ কোটি টাকা রিচার্জ করছেন, যা মোট মোবাইল রিচার্জের ৯০ শতাংশের বেশি। মাহিন্দ্রা কমভিভা বাংলাদেশের ইলেকট্রনিক রিচার্জ পরিসেবায় শীর্ষ অবস্থানে রয়েছে। দেশের প্রধান মোবাইল অপারেটররা কমভিভার পাঁচটি প্রি-টাপসের মাধ্যমে ১০ কোটি ৯০ লাখের বেশি প্রি-প্রেইড গ্রাহকদের মোবাইল রিচার্জসেবা দিচ্ছে। প্রি-প্রেইড গ্রাহকদের এ সংখ্যা দেশের মোট প্রি-পেইড গ্রাহকের ৯৭ শতাংশ। বাকি ৩ শতাংশ করছে অন্য কোম্পানি। এটি ধরলে রিচার্জের পরিমাণ আরও বেশি হবে।
এ বিষয়ে মাহিন্দ্রা কমভিভার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন বলেন, বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। কারণ এখান থেকেই কোম্পানির সামগ্রিক রাজস্বের একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়। তিনি বলেন, মাহিন্দ্রা কমভিভা দীর্ঘদিন ধরে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেলে ও সিটিসেলের মতো মোবাইল অপারেটরদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
Source