খবরের শিরোনামঃ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে লাগবে জাতীয় পরিচয়পত্র

খবরের তারিখঃ ২০১৫-১২-০১

-অনলাইন ডেস্ক:
এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে সরকার। সোমবার '১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫' আয়োজন সম্পর্কে জাতীয় প্লেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, 'স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কতৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপ থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রি গুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।'

Source