খবরের শিরোনামঃ ভারতে পরীক্ষামূলক ব্যান্ডউইডথ রপ্তানি আজ থেকে শু

খবরের তারিখঃ ২০১৫-১২-০১

-নিজস্ব প্রতিবেদক
অবশেষে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতে যাচ্ছে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ। আজ মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে এ রপ্তানির প্রক্রিয়ার শুরু হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্য চুক্তি অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ রপ্তানির কাজ শুরু হবে। ফলে এই খাত থেকে প্রতিবছর বাংলাদেশের আয় হবে ৯ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল সোমবার বাংলাদেশ সাবমেরিন কেব্ল্ কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ‘মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে রপ্তানির কাজ শুরু করা হবে। এতে পরীক্ষা করা হবে বিট অ্যারর রেট (বিইআর)। কারণ দুই দেশের ট্রান্সমিশন আলাদা। পাঁচ দিনের মধ্যে আশা করি জানা সম্ভব হবে কোনো সমস্যা আছে কি না। সব কিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রপ্তানি করা যাবে।’ মনোয়ার হোসেন আরো জানান, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের দাম ধরা হয়েছে ১০ ডলার। রপ্তানি শুরুর পর পরিস্থিতি মূল্যায়ন করে ব্যান্ডউইডথের মূল্য বাড়ানো হতে পারে। বাংলাদেশের এ ব্যান্ডউইডথ ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল রাজ্যে ব্যবহƒত হবে।

Source