খবরের শিরোনামঃ টেলিকমিউনিকেশন খাতে বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করলো বাংলালিংক

খবরের তারিখঃ ২০১৫-১২-০২

-
সম্প্রতি বাংলালিংক টেলিকমিউনিকেশন্স লি. টেলিকম সেক্টরে বিডিজবসডটকম বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড ২০১৪ গ্রহণ করলো। গত ২৩ নবেম্বর, তারিখে বাংলালিংক হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিনিয়ার ডিরেক্টর মনজুলা মোর্শেদ, বিডিজবসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ফাহিম মাসরুরসহ বিডিজবসের জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং প্রকাশ রায় চৌধুরী ও মোহাম্মদ আনামুল হাসান, সিনিয়র ম্যানেজার, সেলস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাঁচ হাজার অনলাইন ব্যবহারকারীর অংশগ্রহণে তিন মাসব্যাপী এক জরিপ পরিচালনা করে বাংলাদেশের অন্যতম সেরা অনলাইন জব পোর্টাল বিডিজবসডটকম। কর্মক্ষেত্রের অবস্থা বিবেচনায় কিছু প্রশ্নের মাধ্যমে এই জরিপ পরিচালনা করা হয়, বাংলালিংক জরিপে টেলিকমিউনিকেশনস খাতে সবচেয়ে বেশি নাম্বার অর্জন করে। আর্থিক প্রতিষ্ঠান, এফএমসিজি, ফার্মাসিউটিক্যাল, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মতো নির্বাচিত বিশেষ কিছু খাতে আরো নয়টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করে। এবারসহ চতুর্থবারের মতো বিডিজবসডটকম “বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড” ২০১৪ প্রদান করলো। বাংলালিংকের হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিনিয়ার ডিরেক্টর মনজুলা মোর্শেদ বলেনÑ‘‘বাংলালিংক এই প্রাপ্তি তার মেধাবী কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে চায়, যাদের নিরলস পরিশ্রমে এই অবস্থানে পৌঁছানো গিয়েছে। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি বাংলালিংকের বর্তমান কর্মীদের অবস্থানকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে এবং এই বিজয়ী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।”

Source