-
টেলিটকের জন্য সহযোগিতা চাইলেন তারানা হালিম রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টেলিটককে প্রমোট করতে শিক্ষাসহ সব মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল রাজধানীর ধানম-ি গভ. বয়েজ হাইস্কুলে মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সহযোগিতা চান।
প্রতিমন্ত্রী বলেন, টেলিটক আমাদের ফোন। প্রত্যেকের ভূমিকা আছে এটিকে প্রমোট করার। শিক্ষাসহ প্রতিটি মন্ত্রণালয় যদি এর সঙ্গে চুক্তি করে সব কার্যক্রম অনলাইনে এর মাধ্যমে করে, তাহলে রাষ্ট্রীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠান উন্নত ও গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে। টেলিটকের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালে ৩৫০টি সরকারি ও বেসরকারি স্কুলকে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে চাই। ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ লাখে উন্নীত করার কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে ১০ হাজার সরকারি-বেসরকারি বিদ্যালয়কে এর আওতাভুক্ত করতে সক্ষম হব। সারা দেশে ৩৬ হাজার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা ও কার্যকর ওয়েবসাইট চালু করার পরিকল্পনা রয়েছে। সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার মেধাবীদের জন্য যেসব প্রোগ্রাম করেন, তাতে টেলিটককে ব্যবহার করলে এতে টেলিটকের মান যেমন উন্নত হবে তেমনি, রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।
সবাইকে টেলিটকের সেবা গ্রহণের অনুরোধ জানিয়ে তারানা হালিম বলেন, আমরা উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সবাই এর সেবা গ্রহণ করবেন। অবিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটি মেয়েশিশুকে একটি পুরুষশিশুর মতো দেখবেন। শিক্ষায় শিক্ষিত করবেন। কোনো ভেদাভেদ করবেন না। শান্তি মিশন, শিক্ষা, কর্মক্ষেত্রÑ সব জায়গায় মেয়েরা যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Source