খবরের শিরোনামঃ স্যামসাং মোবাইল বিভাগের নেতৃত্বে ডংজিন কোহ

খবরের তারিখঃ ২০১৫-১২-০২

-বণিক বার্তা ডেস্ক
জেকে শিন, স্যামসাং ইলেকট্রনিক ও মোবাইল বিভাগের কো-সিইও। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগে নেতৃত্ব দিয়ে আসছেন। সম্প্রতি তাকে এ দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। শীর্ষ এ কর্মকর্তার স্থলাভিষিক্ত হয়েছেন স্যামসাং মোবাইল গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডংজিন কোহ। অবশ্য মোবাইল বিভাগের নেতৃত্ব থেকে অব্যাহতি দিলেও প্রযুক্তিগত ইনচার্জের দায়িত্বে বহাল থাকছেন শিন। খবর দ্য ভার্জ ও রয়টার্স। বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। সংশ্লিষ্ট খাতে এটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। প্রযুক্তিগত এবং উন্নত ফিচার-সংবলিত ডিভাইস উন্মোচনের মধ্য দিয়ে স্মার্টফোন বাজারে বৈপ্লবিক পরিবর্তন আসে স্যামসাংয়ের হাত ধরেই। কিন্তু কয়েক বছর ধরে সংশ্লিষ্ট খাতে খুব একটা সুবিধা করতে পারছিল না। বর্তমান বাজারে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের মতো শক্তশালী প্রতিদ্বন্দ্বীর ডিভাইসের চাহিদা বৃদ্ধি এবং চীনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সাশ্রয়ী মূল্যের মোবাইল ডিভাইসের কারণে জোর প্রতিযোগিতার মুখে পড়তে হয়। প্রতিষ্ঠানটির কয়েক প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এর নেতিবাচক প্রভাব পড়ে। ধারাবাহিকভাবে কমতে থাকে প্রান্তিকভিত্তিক ও বার্ষিক আয়। এজন্য গত বছর মোবাইল বিভাগের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনে স্যামসাং। মোবাইল বিভাগ থেকে বাদ পড়েন শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা। এর সুফলও পেতে শুরু করেছে কোরীয়ভিত্তিক প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, মোবাইল ডিভাইস ব্যবসা বিভাগ আরো দৃঢ় করতে এবার স্থায়ী প্রধান নিয়োগ দিল সংশ্লিষ্টরা। এ উদ্যোগকে প্রতিষ্ঠানটির দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, ডংজিন কোহ স্যামসাং মোবাইল গবেষণা এবং উন্নয়ন বিভাগের প্রধানের পাশাপাশি আরো বেশকিছু গুরুত্বপূর্ণ বিভাগে ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানটির জনপ্রিয় গ্যালাক্সি নোট ফাইভ এবং গ্যালাক্সি এস সিক্স ডিভাইস উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য, যা বৈশ্বিক স্মার্টফোন বাজারে এরই মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। স্যামসাং মোবাইল কয়েক বছর ধরেই মুনাফা কমতি দেখে আসছে। অবশ্য গত প্রান্তিকে মুনাফা কমতির ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, বর্তমান স্মার্টফোন বাজার প্রেক্ষাপট বিবেচনায় ডংজিন কোহর দায়িত্ব বর্ণনা করা সহজ। কিন্তু স্যামসাংকে বর্তমান পরিস্থিতি থেকে বের করে আনাটা তার জন্য খুব বেশি সুখকর হবে না। কেননা উচ্চ প্রযুক্তিনির্ভর স্মার্টফোন বাজারে ধারাবাহিকভাবে আধিপত্য বিস্তার করে চলেছে অ্যাপল। বিশেষত বড় ডিসপ্লের আইফোন উন্মোচনের পর থেকেই স্মার্টফোন বাজারে বাজিমাত করছে এ প্রতিষ্ঠান।

Source