খবরের শিরোনামঃ তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের উদ্বোধন

খবরের তারিখঃ ২০১৫-১২-০৪

-জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-২০১৬’। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা অঞ্চল’ এর প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে এ উৎসব। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দেশে প্রথমবারের মত তথ্যপ্রযুক্তি নিয়ে বড় আয়োজনের এই বিতর্ক উৎসবের উদ্বোধনের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ উৎসবের মাধ্যমে তথ্যপ্রযুক্তি নিয়ে তরুণদের ভাবনা জানা যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক প্রতিযোগিতা চলবে ডিসেম্বর-জানুয়ারি মাস জুড়ে, চূড়ান্ত প্রতিযোগিতা হবে ফেব্রুয়ারিতে। “বিতর্কের প্রত্যেক বিষয় নিয়ে আমাদের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই গবেষণা করবে। সেই গবেষণালব্ধ প্রতিবেদন তারা আইসিটি বিভাগে পাঠাবে। সেটি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে জানানো হবে তরুণ প্রজন্ম আইসিটি নিয়ে কী ভাবছে।” দেশের ১৬টি স্থানে আঞ্চলিক প্রতিযোগিতা হবে জানিয়ে পলক বলেন, ১৩০টির বেশি প্রতিষ্ঠানের চারশ’র বেশি বিতার্কিক উৎসবে অংশ নিচ্ছেন। প্রতিমন্ত্রী জানান, আঞ্চলিক চ্যাম্পিয়ন দলের তিন সদস্যের প্রত্যেকে পাবেন একটি করে ল্যাপটপ। আঞ্চলিক চ্যাম্পিয়ন ও রানার আপ নিয়ে ঢাকায় ৩২ দলের মধ্যে জাতীয় পর্যায়ে বিতর্ক হবে। সংসদীয় ফরম্যাটের এই বিতর্কে চ্যাম্পিয়ন দলের তিন জনের প্রত্যেকে পাবেন একটি করে অ্যাপল ম্যাকবুক আর রানার আপ দলের তিন সদস্য পাবেন একটি করে আইফোন। ‘তথ্য-যুক্তি-প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসবের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং ক্যাম্পাস টু ক্যারিয়ার ডটকম। সার্বিক সহযোগিতায় রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং নলেজ পার্টনার হিসেবে কাজ করছে প্র্যাকটিকাল অ্যাকশন বাংলাদেশ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ‍ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও সিআরআই প্রতিনিধি তন্ময় আহমেদ। এতে উৎসবের রূপরেখা তুলে ধরেন ক্যাম্পাস টু ক্যারিয়ার ডটকমের নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা।

Source