খবরের শিরোনামঃ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনায় তারানা হালিম

খবরের তারিখঃ ২০১৫-১২-০৪

-বণিক বার্তা ডেস্ক
ভুয়া ফেসবুক পেজ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এসব পেজে প্রতিদিন হালনাগাদ তথ্য দেয়ার কারণে সমালোচনা চলছে। তবে এসব পেজের কোনোটিই প্রতিমন্ত্রীর নয়। এ বিষয়ে তারানা হালিম বলেন, আমার নামে চার থেকে পাঁচটি ভুয়া পেজ রয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য দিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ একটি, যা ইংরেজি অক্ষরে তারানা হালিম নামে খোলা হয়েছে। এ পেজটি সরকারি নির্দেশনার দিন থেকে বন্ধ আছে। আমার আর কোনো অফিসিয়াল বা আন-অফিসিয়াল পেজ নেই। এছাড়া অন্য পেজগুলো বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষকে লিখেছি। জানা গেছে, ফেসবুকে প্রতিমন্ত্রীর নামে বাংলায় লেখা তিনটি পেজ রয়েছে। এর মধ্যে দুটি ‘তারানা হালিম, এমপি’ নামে ও আরেকটি ‘অ্যাডভোকেট তারানা হালিম’ নামে রয়েছে। এছাড়া ইংরেজি হরফেও তার নামে দুটি পেজ রয়েছে। এ পাঁচটি পেজের কোনোটিই প্রতিমন্ত্রীর নয়। দেশের বাইরে থেকে পরিচালিত হওয়ায় এসব পেজ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি না থাকায় বিভিন্ন সময় অভিযোগ জানালেও ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে সাড়া দেয়নি। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এ সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষও আগ্রহ প্রকাশ করেছে। ৬ বা ৭ ডিসেম্বর এ আলোচনা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ আরো কয়েকটি ইন্টারনেটভিত্তিক যোগাযোগ অ্যাপ বন্ধ করে সরকার। তবে অনেক ব্যবহারকারীই বিকল্প উপায়ে এখনো ফেসবুক ব্যবহার করছেন।

Source