-
দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি ও শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট দারাজ ডটকম ডটবিডি ৪ ডিসেম্বর, আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় সেলস ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে যা মধ্যরাত থেকে শুরু হবে। এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের জন্য জনপ্রিয় বø্যাক ফ্রাইডে’র ধারণাকে এদেশে বাস্তবে রূপ দিতে ফাটাফাটি ফ্রাইডের আয়োজন করা হয়েছে। ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষ্যে রবি প্রতিটি মোবাইল ফোনের সাথে আকর্ষণীয় বান্ডেল অফার প্রদান করবে। রবি’র প্রতিটি ওয়াক-ইন-সেন্টারে দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডররা গ্রাহকদের অর্ডার গ্রহণ করবেন। ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষ্যে স্মার্ট ফোনে ৫০ শতাংশ, কম্পিউটিংয়ে ৪০ শতাংশ, হোম অ্যালায়েন্সে ৩৫ শতাংশ ও ফ্যাশন আইটেমে ৮০% পর্যন্ত ছাড় দেয়া হবে।
Source