-তুসিন আহমেদ
কথা বলার পাশাপাশি নেট ঘাঁটা, ছবি তোলাসহ হাজারও কাজে ব্যবহার করা হয় স্মার্টফোন। এত কাজের চাপে ফোনের শক্তি অর্থাৎ চার্জ দ্রুতই ফুরিয়ে যায়। তাই রিচার্জ করতে হয় বারবার। কিছু কৌশল জানা থাকলে স্মার্টফোন দ্রুত চার্জ করা যায়।
আসল চার্জার ব্যবহার
নতুন স্মার্টফোনের সঙ্গে দেওয়া চার্জারের কার্যকারিতা সাধারণ চার্জারের তুলনায় অনেক বেশি। এগুলো ‘অরিজিনাল চার্জার’ হিসেবে পরিচিত। এগুলোতে চার্জ হয় দ্রুত। এই চার্জার হারিয়ে বা নষ্ট হয়ে গেলে ‘অরিজিনাল চার্জার’ কেনা উচিত। কম দামের নকল চার্জারে বাজার ছেয়ে গেছে। এসব দিয়ে চার্জ হতে সময় লাগে অনেক।
সরাসরি চার্জ দিতে হবে
কম্পিউটার বা ল্যাপটপে ইউএসবি কেব্লের সাহায্যে চার্জে দিলে বেশি সময় লাগবে। তাই দ্রুত চার্জ দিতে চাইলে সরাসরি চার্জার ব্যবহার করে কিংবা অ্যাডাপ্টর ব্যবহার করে চার্জ দেওয়া উচিত।
এয়ারপ্লেন মোড ব্যবহার করুন
দ্রুত চার্জ করতে এয়ারপ্লেন মোড ব্যবহার করা উচিত। এ মোড যেকোনো ওয়্যারলেস রেডিও সিগন্যাল বা কানেকশন ব্লক করে রাখে। ফলে ডিভাইসটি অপেক্ষাকৃত দ্রুত চার্জ হবে।
অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখুন
ফোনের ডাটা কানেকশন, ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি, লোকেশন সার্ভিস, জিপিএসসহ অন্যান্য অ্যাপ বন্ধ রাখুন। কেননা ব্লুটুথ, ওয়াই-ফাই সব সময়ই সিগন্যাল রিসিভ করতে থাকে। এতে চার্জ ফুরাতে থাকে। চার্জ হতে বেশি সময় লাগে।
বন্ধ করে চার্জে দিন
দ্রুত চার্জের জন্য ফোন বন্ধ করে চার্জে দিলে তা কাজে দেবে। এতে ফোনের সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে বলে দ্রুত চার্জ হয়।
Source