খবরের শিরোনামঃ আলোচনা ফলপ্রসূ হয়েছে, শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের তারিখঃ ২০১৫-১২-০৭

-নিজস্ব প্রতিবেদক:
ফেসবুক কর্মকর্তাদের সাথে গতকাল বৈঠক করেছে সরকার। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ফেসবুক কর্তৃপরে সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে। তবে তা কবে নাগাদ সেটি নির্দিষ্ট করে বলেননি তিনি। গতকাল সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ মন্ত্রণালয়, বিটিআরসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সিকিউরিটির (নিরাপত্তা) েেত্র কী প্রয়োজন তা (ফেসবুক কর্মকর্তাদের) জানিয়েছি। যারা এসেছেন তারাও আমাদের কথাগুলো শুনেছেন। তারা কতটুকু সহযোগিতা করতে পারবেন সে বিষয়েও তাদের তরফ থেকে জানানো হয়েছে। আমরা এগুলো পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত শিগগিরই জানাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনীর যেসব প্রশ্ন ছিল, সেগুলোর সবই ডিসকাশন (আলোচনা) হয়েছে। দুই প্রতিমন্ত্রীও তাদের কথা বলেছেন।’ বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, কী আলোচনা হয়েছে তা শুধু আমাদের মধ্যেই রাখব। শুধু এটুকু বলব আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের চিন্তাভাবনার আরো কিছু বিষয় রয়েছে। আমরা শিগগিরই ফেসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত নেবো। অনেকেই বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন সেটি আপনারা কিভাবে বন্ধ করবেনÑ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যুবসমাজ অত্যন্ত প্রতিভাবান। প্রধানমন্ত্রীর আশা-ভরসা অনেকটাই এ যুবসমাজের ট্যালেন্টের ওপর নির্ভর করে। সে জন্য আমরা মনে করি যুবসমাজ বিভিন্ন কায়দায় ফেসবুক খুলছে কিংবা ব্যবহার করছে। সেগুলো অন্য ব্যাপার। কিন্তু যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে অফিসিয়ালি আমরা শিগগিরই ফেসবুক খোলার সিদ্ধান্ত দিচ্ছি। ফেসবুকের কাছে সরকার কী চেয়েছে জানতে চাইলে তিনি বলেন, অনেকে ফেসবুকের অপব্যবহার করছেন। আমাদের অনেক প্রপাগান্ডাও ফেসবুকের মাধ্যমে আসছে। জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। বৈঠকে ফেসবুকের পে উপস্থিত ছিলেন দণি এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দিপালি লিবারহেন ও দণিাঞ্চলের বিশেষজ্ঞ বিক্রম লাংয়ে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বিএনপি-জামায়াতের দুই শীর্ষ নেতার ফাঁসির রায় কার্যকর করাকে সামনে রেখে গত ১৮ নভেম্বর ফেসবুক বন্ধ করে দেয় সরকার। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। এমন প্রেক্ষাপটে গত ৩০ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক কর্তৃপরে সাথে আলোচনায় বসার আগ্রহ জানিয়ে চিঠি দেন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে ফেসবুক প্রতিনিধিরা ঢাকায় আসেন।

Source