খবরের শিরোনামঃ স্মার্টফোন বিক্রিতে প্রবৃদ্ধি কমছে

খবরের তারিখঃ ২০১৫-১২-০৭

-বাণিজ্য ডেস্ক
বর্তমানে স্মার্টফোনের সবচেয়ে বেশি চাহিদা উদীয়মান দেশগুলোতে। আর সর্ববৃহৎ বাজার হিসেবে উদীয়মান দেশ চীনে স্মার্টফোনের বিক্রি কমায় এর প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক বাজারে। এ বছর চীনের প্রভাবে স্মার্টফোন বিক্রিতে প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, এ বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রি দাঁড়াবে ১৪৩ কোটি ইউনিটে। আর প্রবৃদ্ধি হবে প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। ফলে প্রথমবারের মতো স্মার্টফোন খাতে বিক্রি প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে নেমে আসবে। অর্থনৈতিক মন্দাকে ঘিরেই চীনে স্মার্টফোন বিক্রি আগের বছরগুলোর তুলনায় কমেছে। বছর শেষেও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এশিয়া, লাতিন আমেরিকা ও পশ্চিম ইউরোপেও স্মার্টফোন বিক্রি প্রবৃদ্ধি ধীর। এর প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক স্মার্টফোন বাজারে। আইডিসির হিসাবে, স্মার্টফোন বিক্রির এ ধীরগতি ২০১৯ সাল পর্যন্ত চলবে। স্মার্টফোন নির্মাতাদের এখন চীনের বিকল্প বাজার নিয়ে ভাবতে হচ্ছে বলেও আইডিসির প্রতিবেদনে উঠে আসে। অন্যান্য অঞ্চলে স্মার্টফোন বিক্রিতে প্রবৃদ্ধি কমলেও মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাড়বে উল্লেখযোগ্য হারে। এ অঞ্চলগুলোয় প্রবৃদ্ধি হবে প্রায় ৫০ শতাংশ, যা ভারত ও ইন্দোনেশিয়ার মতো বাজারকেও ছাড়িয়ে যাবে। আইডিসির বিশ্লেষক রিয়ান রেইথ বলেন, ‘স্মার্টফোন বিক্রি প্রবৃদ্ধি কমে আসায় বেশ কিছু বিষয় নিয়ে এখন নির্মাতাদের ভাবতে হচ্ছে। উদীয়মান বাজারগুলোয় সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বিক্রি বৃদ্ধি অবস্থার পরিবর্তনে ভ‚মিকা রাখতে পারে। নতুন ক্রেতাদের সঙ্গে পুরনোদের আকৃষ্ট করা এখন নির্মাতাদের মূল চ্যালেঞ্জ।’ এএফপি।

Source