খবরের শিরোনামঃ চট্টগ্রামে আরো দু’টি রবি সেবা কেন্দ্র চালু Copyright Daily Inqilab

খবরের তারিখঃ ২০১৫-১২-০৩

-বাবসা বাণিজ্য
চট্টগ্রামে আরো মানসম্মত সেবা নিশ্চিত করতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি চট্টগ্রামে দু’টি রবি সেবা কেন্দ্র উদ্বোধন করেছে। নগরীর চকবাজারে (আলী প্লাজা-৩ এর দ্বিতীয় তলায়) এবং জিইসি’তে (এ.এম. আলী রোডের আটলান্টা ট্রেড সেন্টারের নিচ তলায়) চালু করা ওয়াক ইন সেন্টার দুটি চট্টগ্রামের গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র মার্কেট অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ, এরিয়া ম্যানেজার এ.কে.এম. সায়েম, সেন্টার ম্য্যানেজার নুর আলম, সেন্টার ম্যানেজার মেজবাহ উদ্দিন, কাস্টমার এক্সপেরিয়েন্স স্পেসালিস্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, কাস্টমার এক্সপেরিয়েন্সের ম্যানেজার মোহাম্মদ নাজমুল কাদের, মার্কেট অপারেশন ডিভিশনের এরিয়া ম্যানেজার মুহাম্মদ মাহমুদ হোসেন মামুন। এছাড়া পিপল অ্যান্ড কর্পোরেট ডিভিশনের ম্যানেজার মো. লুৎফুল বারি ও স্পেসালিস্ট নওশাদ ইকবালও উপস্থিত ছিলেন।

Source