খবরের শিরোনামঃ সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে ইন্টারনেট গ্রাহক প্রবৃদ্ধি কমেছে

খবরের তারিখঃ ২০১৫-১২-০৩

-সাইফ রহমান
দেশে দ্রুতগতিতে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেলেও সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে ইন্টারনেট গ্রাহক প্রবৃদ্ধি কমেছে। রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যানে বলা হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীর প্রবৃদ্ধি সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে কিছুটা কমে গেছে। সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছিল ১৮ লাখ, আর অক্টোবরে বেড়েছে ৫ লাখ। বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৬ লাখ, আর সেপ্টেম্বরে তা ছিল ৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫ কোটি ১৯ লাখ থেকে ৪ লাখ বেড়ে ৫ কোটি ২৩ লাখ হয়েছে। আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট ব্যবহারকারী ১৯ লাখ থেকে বেড়ে ২১ লাখ হয়েছে। অন্যদিকে ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক ১ লাখ ৬৫ হাজার থেকে ৬ হাজার কমে ১ লাখ ৫৯ হাজার হয়েছে। এদিকে বিটিআরসির একই সমীক্ষার তথ্যমতে সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবর মাসে দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক ও রবির গ্রাহক সংখ্যা কমেছে। অক্টোবর পর্যন্ত দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১৯ লাখ, যা গত সেপ্টেম্বরে ছিল ১৩ কোটি ১৪ লাখ। ২০১৪ সালের অক্টোবরে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৮৯ লাখ।

Source