-বণিক বার্তা ডেস্ক
প্রযুক্তি দুনিয়ায় আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাসের রেশ কাটেনি। গত সেপ্টেম্বরে এ দুই ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মুক্ত করে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। কিন্তু তাতে কী? এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী আইফোন ডিভাইস ঘিরে। বলা হচ্ছে, পরবর্তী আইফোনে হেডফোন জ্যাক নাও থাকতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্টদের। খবর দ্য ভার্জ।
সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জাপানের অ্যাপল পণ্যভিত্তিক ব্লগ ম্যাকওটাকারা জানায়, পরবর্তী আইফোন অর্থাৎ আইফোন সেভেন হবে অত্যন্ত পাতলা। যাতে ৩ দশমিক ৫ মিলিমিটার আকৃতির হেডফোন জ্যাক স্থাপন সম্ভব হবে না। তাই হেডফোন জ্যাকের বিকল্প হিসেবে ব্লুটুথ হেডফোন বা লাইটনিং পোর্ট প্রযুক্তি যুক্ত করা হতে পারে।
অ্যাপল তাদের পণ্যে সব সময় নতুন কিছু দেয়ার চেষ্টা করে। এ কারণে একমাত্র আইফোন ডিভাইস দিয়েই প্রযুক্তি বাজারে বাজিমাত করছে প্রতিষ্ঠানটি। এর আগেও আইফোনে নতুন প্রযুক্তি সংযোজনের বেশকিছু উদাহরণ রয়েছে। দেখা গেছে, সংশ্লিষ্টদের অদ্ভুত কিছু চিন্তা অনেক ক্ষেত্রে প্রযুক্তি শিল্পের ধারাই পাল্টে দিয়েছে।
চলতি বছর নতুন ম্যাকবুক উন্মোচন করেছে অ্যাপল। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন আঙ্গিকের ইউএসবি-সি পোর্ট। অর্থাৎ গতানুগতিক ইউএসবি এবং থান্ডারবোল্ট পোর্ট ব্যবহার থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। আর নতুন আঙ্গিকের পোর্ট ব্যবহার করায় ম্যাকবুক হয়েছে আরো পাতলা ও হালকা।
Source