-বণিক বার্তা ডেস্ক
প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন বাজারে এলজির আধিপত্য খুব একটা নেই। কিন্তু হাল ছাড়েননি সংশ্লিষ্টরা। বছরে দু-চারটি ডিভাইস উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণে কাজ করছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে ‘ক্লাস’ নামে মাঝারি দামের নতুন ডিভাইস উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি, যা স্থানীয় বাজারে বেশ সাড়া ফেলেছিল। এবার ‘এলজি জিরো’ নামে নতুন স্মার্টফোনের ঘোষণা দিল দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠান। ডিভাইসটি শিগগিরই আন্তর্জাতিক বাজারে সরবরাহ শুরু করা হবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
ঘোষণা অনুযায়ী, চলতি সপ্তাহ থেকেই তাইওয়ানের পাশাপাশি এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকায় ডিভাইসটি পাওয়া যাবে। গোল্ড ও সিলভার দুই রঙে এটি সরবরাহ করা হবে। অবশ্য ডিভাইসটির মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, সরবরাহ শুরুর দিন এর স্থানীয় বাজারের পাশাপাশি অন্য বাজারগুলোর জন্য নির্ধারিত মূল্য প্রকাশ করা হবে।
জানা গেছে, ধাতব বডির অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক জিরো স্মার্টফোনে ৭২০–১২৮০ পিক্সেল রেজুলেশনের ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। ১ দশমিক ৫ মেগাবাইট র্যামের এ স্মার্টফোনে ১ দশমিক ২ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। আছে ১ ওয়াটের স্পিকার। এলজির নতুন এ স্মার্টফোন এফএম রেডিও সমর্থন করবে। ১৪৭ গ্রাম ওজনের এ ডিভাইসের ডাইমেনশন ১৪২–৭১.৮–৭.৪ মিলিমিটার। এলজি জিরো টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.১, জিপিএস, এনএফসি এবং মাইক্রো-ইউএসবি সংযোগ সমর্থন করবে। এছাড়া ডিভাইসটিতে ২০৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে।
এলজির মোবাইল বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনো চো বলেন, ‘আমরা এটাতে বিশ্বাসী নই যে, সর্বশেষ প্রযুক্তি শুধু ফ্ল্যাগশিপ ডিভাইসে সীমাবদ্ধ থাকবে।’ এলজি জিরো শুধু নকশার দিক থেকে নয়, বরং সাশ্রয়ী মূল্যে প্রিমিয়ার ফিচারের একটি ডিভাইস, যা স্মার্টফোনের উদীয়মান বাজারগুলোয় ভালো সাড়া পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশ্লেষকদের মতে, নতুন ডিভাইস এলজির মোবাইল বিভাগ ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে।
Source