-নিজস্ব প্রতিবেদক:
দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৩টি স্পর্শকাতর বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করেছে সরকার। এগুলো হচ্ছেÑ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদ-ে দ-িত দেলোয়ার হোসাইন সাঈদীর ছবি চাঁদে দেখার গুজব ছড়ানো; কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরে সাম্প্রদায়িক হামলায় উসকানি প্রদান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত। এসব ক্ষেত্রে কীভাবে ফেসবুককে ব্যবহার হচ্ছে তা দেখে রীতিমতো অবাক বনে গেছেন ঢাকা সফররত ফেসবুকের দুই কর্মকর্তা দিপালী লিবরহেন ও বিক্রম লাং।
ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে গতকালের বৈঠকে ফেসবুকের এই দুই প্রতিনিধি জানান, তারা এসব বিষয় ফেসবুকের শীর্ষ কর্মকর্তাদের অবগত করবেন। সরকারকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
ধর্মানুভূতির বিষয় ছাড়াও সরকারের আরেক অগ্রাধিকার ছিল নারীর প্রতি সহিংসতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। সবগুলো বিষয়ই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তোলা হয়েছে বলে জানা গেছে।
তবে সরকার ফেসবুক ফিল্টারিং, ঢাকায় ফেসবুকের অফিস এবং সেইসঙ্গে নির্দিষ্ট কিছু পোস্ট সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য চেয়েছে।
সূত্র জানায়, ফেসবুক কর্তৃপ এসব বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও ফেসবুক কর্তৃপরে সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে।
রোববার সকালের বৈঠকের পর বিকালে প্রধানমন্ত্রীর অফিস থেকে ফেসবুকের দুই কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। তারা সেখানে প্রধানমন্ত্রীর প্রতিরাবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এর আগে গত ৩০ নভেম্বর টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুক কর্তৃপকে চুক্তির বিষয়ে আলোচনার জন্যে লিখলে দ্রুতই তাদের পক্ষ থেকে সাড়া মেলে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দুই মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরী ও আলবদর নেতা মুজাহিদের ফাঁসির দ-াদেশের রিভিউ আপিল বিভাগ খারিজ করা হয়। তাদের ফাঁসি কার্যকরে শেষ আইনি বাধা ছিল এটি। সেই বাধা অপসারিত হওয়ার পর আদালত ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপ বন্ধ করে দেন।
Source