খবরের শিরোনামঃ ফ্রিল্যান্সারদের দ্রুতগতির ইন্টারনেট দেওয়া হবে

খবরের তারিখঃ ২০১৫-১২-০৯

-মিশুক চৌধুরী
‘আমি নিজেও আপনাদের মতো জীবনের অনেকটা সময় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি। তাই বলছি, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়া যায়।’ গতকাল মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) এক সম্মেলনে এ কথা বলেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) সভাপতি সান্তিয়াগো গুতিয়ারেজ। সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ফ্রিল্যান্সারা যাতে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পান, সেজন্য বিশেষ ব্যবস্থা করা হবে।  আইসিটি মন্ত্রণালয় এক লাখ তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দেবে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রতি ঘরে অন্তত একজন করে হলেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাকসেঞ্চার জাপানের সাবেক সভাপতি ক্লাইড উনো, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি আহমেদুল হক ও সম্মেলনের আহ্বায়ক মো. নুরুজ্জামান। সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে পুরস্কারপ্রাপ্ত শামসুদ্দীন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘২০১০ সাল থেকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও এবারই প্রথম পুরস্কার পেয়েছি। এ ধরনের সম্মেলন ভবিষ্যতে আরও হোক, যেখানে পুরো দেশের সব ফ্রিল্যান্সার মিলিত হওয়ার সুযোগ পাবেন।’ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ)। সহযোগিতা করেছে বিল্যান্সার ও ট্রান্স-পে। সম্মেলনে সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন, মোবাইল অ্যাপ, অনলাইন ব্লগিং, কনটেন্ট, স্ট্যাট আপ কোম্পানি, নারী, তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন বিভাগে দেশীয় ৭৭ জন ফ্রিল্যান্সারকে পুরস্কার দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে ফ্রিল্যান্সারদের জন্য ছিল একাধিক কারিগরি অধিবেশন। এতে ফ্রিল্যান্সাররা কীভাবে নিজেদের দক্ষতা বাড়াবেন, বিশেষ কৌশল প্রয়োগ করবেন এবং পেশাগত সমস্যার সমাধান করতে পারবেন, সেসব বিষয় নিয়ে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সাররা আলোচনা করেন। এ সম্মেলনে প্রায় ১ হাজার ২০০ ফ্রিল্যান্সার অংশ নেন।

Source