খবরের শিরোনামঃ বেজেলবিহীন স্মার্টফোন আনছে শাওমি

খবরের তারিখঃ ২০১৫-১২-০৯

-বণিক বার্তা ডেস্ক
শাওমি সম্পূর্ণ নতুন নকশার বেজেলবিহীন স্মার্টফোন তৈরিতে কাজ করছে। মি ফাইভ নামের ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে ফ্রেম (বেজেল) থাকবে না। সম্প্রতি শাওমির ওয়েইবো অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে স্মার্টফোনটি সম্পর্কে জানা গেছে। আর ওই ছবি প্রকাশ করা হয়েছে খোদ সংশ্লিষ্টদেরই পক্ষ থেকে। যদিও এ স্মার্টফোনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি চীনভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি। অনলাইনে প্রকাশিত টিজার ছবিটির ক্যাপশনে ডিভাইসটির নাম কিংবা অন্যান্য ফিচার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিভাইসটির নকশা অনেকটাই মি নোটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিন্তু নতুন ডিভাইসটিতে নামমাত্র বেজেল রয়েছে। এর সঙ্গে মি লোগোও যুক্ত আছে। সম্প্রতি রেডমি নোট৩ এবং মি প্যাড২ উন্মোচন করে শাওমি। ডিভাইস উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন মি ফাইভ ডিভাইসকে ঘিরে বেশকিছু প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রতীক্ষার ফল সবসময় ভালো হয়। আমাদের নতুন ডিভাইসটিও অনেক ভালো হবে। যদিও স্মার্টফোনটি কবে নাগাদ উন্মুক্ত করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। অবশ্য বেশক’টি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শাওমি মি৫ স্মার্টফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ব্যবহার করা হবে, যা এরই মধ্যে প্রতিষ্ঠানটির মি নোট প্রোতে দেখা গেছে। এতে ১৪৪০–২৫৬০ পিক্সেল রেজুলেশনের কোয়াড এইচডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ৪ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

Source