-নিজস্ব প্রতিবেদক:
প্রচ্ছদ
বাংলাদেশ
বিবিধ
দুই দিনব্যাপী বিপিও সম্মেলন শুরু
তরুণেরা উদ্যোক্তা হোক: জয়
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০২:৫০, ডিসেম্বর ১০, ২০১৫ | প্রিন্ট সংস্করণ
০ Like
১
বিপিও সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সজীব ওয়াজেদ জয় l ছবি: বাসসশুধু চিকিৎসক, প্রকৌশলীর মতো প্রথাগত পেশায় আটকে না থেকে দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার দুই দিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে এ আহ্বান জানান তিনি। তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়ে দুই দিনের এই সম্মেলনের আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড অ্যাসোসিয়েশন (বাক্য)।
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এখন শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার চেয়ে আমাদের তথ্যপ্রযুক্তির দিকে নজর দেওয়া দরকার। আমরা চাই, আমাদের তরুণেরা উদ্যোক্তা হোক। নিজেদের উদ্যোগে তারা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আইটি কোম্পানি করুক, যেখানে তারা নিজেদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘সরকারের ৭০ থেকে ৮০ শতাংশ সেবা এখন ডিজিটাল। ডিজিটাল সেবায় বাংলাদেশ যত দূর এগিয়েছে, এটা ছয় বছর আগে চিন্তাও করা যেত না। ২০০৮ সালেও দেশে বিপিও বলতে কিছু ছিল না।’
সজীব ওয়াজেদ বলেন, ‘আমি আশা করি, আগামী কয়েক বছরে বিপিওসহ সফটওয়্যার খাত থেকে যে রপ্তানি আয় হবে, তা গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার, বাক্যর সভাপতি আহমাদুল হক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসার) সভাপতি সান্তিয়াগো গুতিয়ারেজ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ইমরান আহমেদ।
মেক্সিকান বংশোদ্ভূত সান্তিয়াগো গুতিয়ারেজ বলেন, ‘২০০০ সালেও বিপিও থেকে মেক্সিকোর রপ্তানি ছিল মাত্র ৫০ মিলিয়ন ডলার। এখন তা ৬ বিলিয়ন ডলার হয়েছে। মেক্সিকো যদি এটা পারে, বাংলাদেশও পারবে। এটা কোনো স্বপ্ন নয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মেক্সিকো যে লক্ষ্য ১৫ বছরে অর্জন করেছে, আমরা সেই লক্ষ্য ১০ বছরের কম সময়ে অর্জন করতে পারব। আউটসোর্সিংয়ের মতো কাজে এ দেশের তরুণদের সুযোগ করে দিয়ে তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিতে চাই।’
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত দুই দিনের এই সেমিনারে মোট ১১টি আলোচনা পর্ব বা সেশন অনুষ্ঠিত হবে। এতে সরকারের কয়েকজন মন্ত্রী, ৭৯ জন দেশি ও ৯ জন বিদেশি আইসিটি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
Source