খবরের শিরোনামঃ মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ হোক

খবরের তারিখঃ ২০১৬-০১-০১

-শারমিন আক্তার ডেমরা, ঢাকা
মোবাইল ফোন এখন প্রতারক ও সন্ত্রাসীদের জন্যও একটি মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে। মোবাইল ফোনের সহায়তায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। সাধারণ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও এ বিষয়ক অপকর্মগুলো সম্পর্কে খুব একটা সচেতন নয়। ফলে প্রতিদিনই কেউ না কেউ মোবাইল ফোন প্রতারণার শিকার হচ্ছে। মোবাইল ফোন নিয়ে নিত্য নতুন প্রতারণার ফাঁদ তৈরি করছে সন্ত্রাসী ও সংঘবদ্ধ প্রতারক চক্র। পাতানো জালে সাধারণ মানুষকে আটকাতে তারা প্রয়োগ করছে নতুন নতুন কলা কৌশল। এর একটি কৌশল এ রকম_ 'মোবাইল ফোন নাম্বারে লটারি জিতেছেন, আপনি পাচ্ছেন ২২ লাখ টাকার বোনাস। এ টাকা কীভাবে নেবেন, মোবাইলে মানি ট্রান্সফারের মাধ্যমে না নগদ টাকায়, সেটা জানিয়ে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন।' এ ধরনের বিভিন্ন কৌশলে সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষকে প্রতারিত করছে। প্রতারণা ও সন্ত্রাসী কর্মকা- ছাড়াও মোবাইল ফোন নিয়ে বিড়ম্বনার শেষ নেই। মোবাইল ফোনে কল বা মিসকল দিয়ে মেয়েদের উত্ত্যক্ত করা, অশোভন মেসেজ পাঠানো, চাঁদাবাজি করা, হুমকি দেয়া ইত্যদি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। মোবাইল ফোনের এ অপব্যবহারের ফলে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এ ব্যাপারে এখনই পদক্ষেপ না নিলে এ প্রবণতা ভবিষ্যতে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সমস্যাটি মোকাবেলার দায়িত্ব এককভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিলে হবে না। মোবাইল ফোন অপারেটরদেরও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে এ ব্যাপারে সবার করণীয় ঠিক করতে হবে। মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সচেতন করে তোলার দায়িত্বও নিতে হবে তাদের। মোবাইল ফোন অপারেটররা তাদের ব্যবসা প্রসারের জন্য যেভাবে নতুন নতুন প্রযুক্তি ও আইডিয়া নিয়ে আসছে। সাধারণ মানুষকে এর অপব্যবহারের হাত থেকে বাচানোর জন্যও তাদের নিত্য নতুন কৌশল ব্যবহার করতে হবে। জনস্বার্থে এ কাজটুকু করতে তারা এগিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।

Source