-ইমরান হোসেন মিলন
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৬ সালকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। নতুন বছরকে আরও আনন্দময় করতে ব্যবহারকারীদের নানা ধরনের অফার দিচ্ছে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর। টেকশহর পাঠকদের এসব অফার সম্পর্কে জানাতে এই প্রতিবেদন। টেলিটকে ২০১৬ মেগাবাইট ডেটা অফার মাত্র ১১৬ টাকায় সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক দিচ্ছে এক মেগাবাইট স্পিডে ২০১৬ মেগাবাইট ডেটা অফার। সাত দিন মেয়াদের এই ডেটা শুধু ৩১ ডিসেম্বরেই নেওয়া যাবে। অফারটি অ্যাক্টিভ করতে B31 লিখে পাঠাতে হবে ১১১ নম্বরে। প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য অফারে ভ্যাট ও সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত থাকছে। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়। বাংলালিংক দিচ্ছে অ্যাপ ডাউনলোডে ফ্রি ইন্টারনেট অফার বাংলালিংক নতুন বছরে নতুন গিফট নিয়ে এসেছে। এর জন্য মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে সেখানে সাইন আপ করে প্রতিদিন প্রথম ১০০ জন পাচ্ছেন বিনামূল্যে ১০০ মেগাবাইট ইন্টারনেট ডেটা। এছাড়াও সাইন আপ নিশ্চিত হলে আরও ৫০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন ব্যবহারকারীরা। অ্যাপটি ডাউনলোড করা যাবে অ্যান্ড্রয়েড চালিত ফোনের জন্য এই ঠিকানা, আইওএস চালিত ফোনের জন্য এই ঠিকানা এবং উইন্ডোজ ফোনের জন্য ঠিকানা থেকে। নতুন বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে অফারটি। teletalk, banglalink, robi & gp গ্রামীণফোনের এসএমএস অফার নতুন বছরকে বরণ করতে ও আনন্দময় করে তুলতে গ্রামীণফোন দিয়েছে এসএমএস অফার। এই অফারে এসএমএসের মাধ্যমে কোনো ইভেন্ট ইনফরমেশন, ফ্যাশন টিপস, ট্র্যাভেল ইনফরমেশন, মজার মজার রেসিপিসহ নানা কিছু সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। সার্ভিসটি সাবস্ক্রাইব করতে START NYP লিখে SMS করতে হবে ২৬৬৬ নম্বরে। এছাড়াও এই অফারের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় অথবা ১২১ -এ কল করে জানা যাবে। নতুন বছরে রবি’র ইন্টারনেটের বিশেষ প্যাকেজ নতুন বছরের জন্য বিশেষ ইন্টারনেট ডেটা প্যাক ঘোষণা করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ১৪৯ টাকায় এক জিবি ইন্টারনেট নিতে পারবেন ব্যবহারকারীরা। তবে এর সাথে ভ্যাট ও এসডি যুক্ত হবে। ১৪ দিন মেয়াদী এই ডেটা প্যাক নিয়ে রবি থেকে *৮৪৪৪*২০১৬# ডায়াল করতে হবে। অথবা যেতে হবে এই ঠিকানায়। তবে এক্ষেত্রে অবশ্যই গ্রাহকদের সিমকে সঠিকভাবে নিবন্ধিত থাকতে হবে।
Source