-বণিক বার্তা অনলাইন
দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর তিন দিনের মাথায় পদত্যাগ করলেন চীনের রাষ্ট্রায়ত্ত্ব তিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের একটি চায়না টেলিকমের প্রধান চ্যাং জিয়াওবিং। প্রতিষ্ঠান সূত্রে গত বুধবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর এএফপি। হংকং স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথিতে চায়না টেলিকম জানায়, চ্যাং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, সিইও ও নির্বাহী পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন গত রবিবার জানায়, চ্যাংয়ের বিরুদ্ধে তারা বড় ধরনের শৃঙ্খলা ভঙ্গের তদন্ত করছে। আর এ শৃঙ্খলা ভঙ্গ সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত বলেও জানানো হয়। বিজনেস ম্যাগাজিন সেইশিন এক প্রতিবেদনে জানায়, চ্যাং এরই মধ্যে তদন্তের মুখোমুখি হয়েছেন। চীনের অন্য রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না ইউনিকমে দায়িত্ব পালনকালে তার কার্যক্রম নিয়েই তদন্ত চলছে। প্রতিবেদনে আরো জানানো হয়, চায়না ইউনিকমের নির্বাহীরা সরবরাহকারীদের সঙ্গে চুক্তি মীমাংসা ও বিভিন্ন কর্মকর্তার পদন্নতিতে অর্থের অবৈধ লেনদেন করেছেন। তবে চ্যাং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত কিনা তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। চায়না টেলিকম প্রধানের বিরুদ্ধে তদন্তের খবরে প্রতিষ্ঠানের শেয়ার দর উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১৪ সালে বেইজিং ব্যাপক দুর্নীতিবিরোধী তৎপরতা শুরুর পর এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি উচ্চ পদস্থদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়েছে। চলতি বছরের অক্টোবরে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান জিয়াং জিয়েমিনকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। চীনের বাণিজ্যিক গণমাধ্যম টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির সাবেক প্রেসিডেন্ট শেন হাওকে গত সপ্তাহে চাঁদাবাজি এবং হুমকি দেয়ার অভিযোগে চার বছরের কারাদণ্ড দেয়া হয়। টেলিযোগাযোগ ছাড়া জ্বালানীর মতো গুরুত্বপূর্ণ খাতের দুর্নীতিও তদন্ত করছে চীন সরকার। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নির্বাহীকে চাকরীচ্যুত করে আদালতে পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
Source