-আনিকা জীনাত
টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এলাকার স্থানীয় এক্সচেঞ্জের মধ্যে যে সংযোগ দেয়, তাকে বলা হয় ইন্টারএক্সচেঞ্জ ক্যারিয়ার বা আইএক্সসি। এগুলোকে লং ডিসট্যান্স ক্যারিয়ারও বলা হয়।
অতীতে টেলিফোন এক্সচেঞ্জগুলোর মধ্যে ভয়েস ট্রাফিক পরিবহন ও ভয়েস কলগুলো অ্যানালগ লাইনে বহন করে নিয়ে যাওয়া ছিল আইএক্সসির প্রধান কাজ। তবে ভয়েস কলগুলো এখন সম্পূর্ণভাবে ডিজিটাল হয়ে গেছে। তাই ভয়েস ট্রাফিকের বদলে তথ্য পরিবহন করাই এখন আইএক্সসির মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান, তাদের ফাইবার অপটিক লাইনের মাধ্যমে আন্তঃদেশীয় কল করার সুবিধা, তথ্য প্রদান ও ভিডিওর মাধ্যমে যোগাযোগব্যবস্থা অক্ষুণ্ন রাখার কাজও এখন আইএক্সসি দিয়ে চলে।
দূরবর্তী অবস্থান থেকে সেবা দেওয়ার কারণে টেলিযোগযোগ প্রতিষ্ঠানগুলো টোল ফ্রি কল লাইনে প্রবেশ করতে দেয় না। একটি এলাকার পুরো নেটওয়ার্ক কভার করে লোকাল এক্সেস ও ট্রান্সপোর্ট এরিয়া (এলএটিএ)।
এলএটিএর নম্বরে তিনটি ডিজিট থাকে। একেক এক্সচেঞ্জ একেক জায়গার নেটওয়ার্ক কভার করে সেন্ট্রাল অফিসের সঙ্গে যুক্ত হয়। সেন্ট্রাল অফিসগুলো মূলত ওয়্যার সেন্টারস নামে পরিচিত। আইএক্সসির সঙ্গে সেন্ট্রাল অফিসের সংযোগ স্থাপন করা হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে।
Source