-বণিক বার্তা ডেস্ক
দীর্ঘ পাঁচ বছর ধরে পেটেন্ট-সংক্রান্ত ১৮টি মামলা চলছিল গুগল ও মাইক্রোসফটের মধ্যে। একে অন্যের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের দায়ে এ মামলাগুলো করে তারা। সম্প্রতি এক চুক্তিতে মামলাগুলো তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এ দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। শুধু মামলা তুলে নেয়াই নয়, পেটেন্টসহ অন্য একাধিক খাতে একসঙ্গে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। সাম্প্রতিক এক যৌথ বিবৃতিতে নতুন চুক্তির বিষয়টি জানায় গুগল-মাইক্রোসফট। খবর বিবিসি।
পেটেন্ট নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের ঝামেলা এড়াতে নিজেদের মধ্যেই সমঝোতার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আদালতের বাইরেও হয়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর পেটেন্ট-সংক্রান্ত ঝামেলার নিষ্পত্তি। গুগল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টও এবার একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে সেলফোন, ওয়াই-ফাই, গেম কনসোল এক্সবক্স ও উইন্ডোজের মতো বেশকিছু বিষয়ের পেটেন্ট নিয়ে ১৮টি মামলা চালু ছিল। এখন এ মামলা থেকে সরে এসে একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি খাতের দুই মহারথী।
নতুন চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি। যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায়, তারা বেশকিছু পেটেন্ট ইস্যুতে একসঙ্গে কাজ করতে যাচ্ছে। বিবৃতিতে আরো জানানো হয়, ‘পেটেন্ট ইস্যুতে নতুন চুক্তির ঘোষণা দিতে পেরে মাইক্রোসফট ও গুগল আনন্দিত। নতুন চুক্তির অধীনে প্রতিষ্ঠানগুলো একে অন্যের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেবে। মটোরোলা মোবিলিটিসংশ্লিষ্ট মামলাগুলোও এর অন্তর্ভুক্ত। বেশকিছু পেটেন্টের ক্ষেত্রে একত্রে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে প্রতিষ্ঠান দুটি। গ্রাহকদের কথা মাথায় রেখে ভবিষ্যতে অন্য বেশকিছু খাতেও প্রতিষ্ঠান দুটি একত্রে কাজ করবে।’ নতুন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটি পেটেন্ট-সংক্রান্ত মামলা তুলে নিতে সম্মত হলেও এতে আর্থিক লেনদেনের পরিমাণ জানানো হয়নি।
মাইক্রোসফট ও গুগলের মধ্যে মটোরোলা মোবিলিটিসংশ্লিষ্টও বেশকিছু মামলা ছিল। ২০১০ সালে মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্সে ব্যবহূত ওয়্যারলেস ও ভিডিও-সংক্রান্ত পেটেন্ট ভঙ্গের দায়ে মটোরোলার বিরুদ্ধে মামলা করে মাইক্রোসফট। পরবর্তীতে ২০১১ সালে প্রতিষ্ঠানটি কিনে নেয় গুগল। গত বছর চীনা প্রতিষ্ঠান লেনোভোর কাছে মটোরোলা মোবিলিটি বিক্রি করে দেয় গুগল। নতুন চুক্তির অধীনে গুগলের মটোরোলা মোবিলিটি বিক্রি-সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তি হবে।
বেশকিছু খাতে একত্রে কাজ করার কথা জানালেও প্রতিযোগিতাপূর্ণ ডিভাইস উভয় প্রতিষ্ঠানই তৈরি করবে। অর্থাৎ তারা যাতে একে অন্যের সঙ্গে বাজারে টেক্কা দিতে পারে, সে পথ খোলা থাকছে। ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি যাতে একে অন্যের পেটেন্ট লঙ্ঘন না করে, সে বিষয়েও মনোনিবেশ বাড়ানো হবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।
তবে এ ধরনের চুক্তিকে স্থায়ী সমাধান বলে মনে করছেন না বিশ্লেষকরা। বিদ্যমান মামলাগুলোর সুরাহা হলেও পরবর্তীতে প্রতিষ্ঠান দুটির মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে না, তা নিশ্চিত করে বলা যায় না। এমনটাই মনে করছেন মাইক্রোসফটের এক মুখপাত্র। গত বছর অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যেও পেটেন্ট মামলা নিষ্পত্তিতে প্রায় একই ধরনের সমঝোতা হয়। কিন্তু পরবর্তীতে আবারো দ্বন্দ্বে জড়ায় কোরীয় ও মার্কিন প্রতিষ্ঠান দুটি। তাই গুগল ও মাইক্রোসফটের বর্তমান সমঝোতা স্থায়ী না হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে।
Source