খবরের শিরোনামঃ ২০১৬ সালে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ২০০ কোটিতে পৌঁছবে

খবরের তারিখঃ ২০১৬-০১-০৩

-বণিক বার্তা ডেস্ক
২০১৬ সালে ২০০ কোটির বেশি মানুষ মোবাইল ইন্টারনেট সেবা ব্যবহার করবে। পাশাপাশি বিশ্বের মোট ৩২০ কোটি মানুষের হাতে ইন্টারনেট সেবা পৌঁছাবে। ভারত, চীন ও ইন্দোনেশিয়ার মতো জনবহুল দেশ ইন্টারনেট ব্যবহারে এগিয়ে থাকবে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। খবর ইটি টেলিকম। বিশ্বব্যাপী সাশ্রয়ী মূল্যের মোবাইল ডিভাইস সরবরাহ বেড়েছে। পাশাপাশি ওয়াই-ফাই ইন্টারনেট সেবার প্রসার ঘটছে। এ কারণে অধিক জনবসতিপূর্ণ দেশগুলোয় ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে দ্রুত। যা বৈশ্বিকভাবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এসব দেশের নাগরিকরা কিছুদিন আগেও ইন্টারনেট সুবিধাবঞ্চিত ছিল। এক্ষেত্রে চীন, ভারত ও ইন্দোনেশিয়া হচ্ছে পথপ্রদর্শনকারী রাষ্ট্র। আগামী পাঁচ বছরে এ দেশগুলোই ইন্টারনেট ব্যবহারের দিক থেকে শীর্ষস্থানে থাকবে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকের বেশিই হবে এ দেশগুলো থেকে। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (আইএএমএআই) তথ্য অনুযায়ী, ২০১৪ সালের তুলনায় ৪৯ শতাংশ বেড়ে ২০১৫ সাল শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ২০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুনির্দিষ্ট প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে, এর মধ্যে ৩০ কোটি ৬০ লাখই হবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। আইডিসি জানায়, আগামী পাঁচ বছর বৈশ্বিক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। অবশ্য ইন্টারনেটের প্রসারে নতুন কোনো উপায় অবলম্বন করা হলে বৃদ্ধির এ হার কয়েক গুণ হতে পারে। বিশ্বব্যাপী ইন্টারনেট সেবার বাইরে থাকা অবশিষ্ট ৪০০ কোটি মানুষকে সংশ্লিষ্ট সেবার আওতায় আনতে নিরন্তর কাজ করছে গুগল, স্পেসএক্স ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো। এজন্য ড্রোন, বেলুন ও স্যাটেলাইটের মতো উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানগুলো। অবশ্য শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিশ্চিত নয় বলেই জানিয়েছে আইডিসি। আইডিসির স্ট্রাটেজিক অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রকল্প প্রধান স্কট স্ট্রন জানান, আগামী পাঁচ বছরে মোবাইল ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৈশ্বিকভাবে ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। মোবাইল কমার্স ও মোবাইল অ্যাডভার্টাইজিংয়ে প্রবৃদ্ধি এ পরিবর্তনের ইন্ধনদাতা হিসেবে কাজ করছে। ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনে কেন সময় দিচ্ছেন? এক জরিপে দেখা যায়, কয়েকশ কোটি মানুষ ইন্টারনেটে বিভিন্ন বিষয় উপভোগ করছেন। এর মধ্যে ১০০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন ব্যাংকিং, চাকরির খোঁজ বা অনলাইনে গান শুনে থাকেন। ই-মেইল বা সংবাদ পড়ছেন এমন ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। এছাড়া আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ব্যবহারকারী অনলাইন কেনাকাটায় সময় দিচ্ছেন। ভ্রমণ, সিডি বা ডিভিডি, অ্যাপস ডাউনলোড এবং অনলাইন ক্লাস— প্রত্যেকটি খাতের পেছনে ২০১৫ সালে অনলাইনে ১০০ কোটি ডলারের বেশি খরচ করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এসব লেনদেন অনলাইনেই সম্পন্ন করা হয়েছে, যা প্রচলিত পদ্ধতির চেয়ে সহজ ও বেশি সুরক্ষিত। এ প্রসঙ্গে আইডিসি জানায়, বিজ্ঞাপনদাতারাও বর্তমানে এ সুবিধার সদ্ব্যবহার করছেন এবং মোবাইল অ্যাডভার্টাইজিং ও অনলাইন ভিডিও খাতে বিনিয়োগ করা শুরু করেছেন।

Source