খবরের শিরোনামঃ সফটওয়্যারের কাজ দেশি প্রতিষ্ঠানই যেন পায়

খবরের তারিখঃ ২০১৬-০১-০৫

-নিজস্ব প্রতিবেদক
দেশে যেসব সফটওয়্যার তৈরি করা সম্ভব সেসব কাজ যেন বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করানো না হয়। বিশেষ করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ দেশি সফটওয়্যার নির্মাতাদের দিতে হবে।’ গত শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের অগ্রজদের এক প্রীতি সম্মিলনীতে এ কথা বলেন লিডস করপোরেশন লিমিটেডের প্রধান শেখ আবদুল আজিজ। গত শতকের আশির দশকের শেষ এবং নব্বইয়ের দশকের গোড়ার দিকে যাঁদের হাত ধরে দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের যাত্রা শুরু তাঁদের অনেকেই এসেছিলেন ‘আইটি পাইওনিয়ার গেট টুগেদার ২০১৬’ নামের এ আয়োজনে। গত দুই বছরের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এই সম্মিলনীর আয়োজন করেছিল জেএএন অ্যাসোসিয়েটস। আয়োজনের শুরুতে জেএএনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি স্বাগত বক্তব্যে বলেন, ৩০ থেকে ৩৫ বছর আগে এসব পাইওনিয়ারের অনেকে ঝুঁকি ও উদ্যোগ নিয়ে তথ্যপ্রযুক্তি শিল্পকে দাঁড় করানোর জন্য কাজ করেছেন। এখন সময় এসেছে তাঁদের অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের জন্য কাজে লাগানোর। অগ্রজদের এই সম্মিলনীতে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার দাবি জানানো হয়। ডেটাসফটের মাহবুব জামান বলেন, তথ্যপ্রযুক্তিতে যুবশক্তির চিন্তাচেতনা ও ধারণাকে কাজে লাগাতে হবে। আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা দেশের অভ্যন্তরীণ সফটওয়্যার বাজারের দিকে নজর দিইনি। এখন বিদেশিরা যদি সব দখল করে তবে তাদের দোষ দিয়ে লাভ নেই।’ অনুষ্ঠানে বেশ কজন বক্তা ‘আইটি পাইওনিয়ারস ক্লাব’ গঠনের প্রস্তাব করেন। তরুণদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার কথাও বলেন অনেকে। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি এস এম কামাল, মো. সবুর খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি এ তৌহিদ, এ কে এম ফাহিম মাশরুর, সাইপ্রোকোর শাফকাত হায়দার, গ্রামীণ সাইবারনেটের গোলাম মহিউদ্দিন, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বিসিএসের সাবেক মহাসচিব আতিক–ই–রব্বানী, জেএএন অ্যাসোসিয়েটসের পরিচালক নজরুল ইসলামসহ অনেকে। পাশাপাশি তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল এ আয়োজনে। এসেছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, সহসভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, বিজনেস অটোমেশনের জাহিদুল ইসলামসহ অনেকে।

Source