-নিজস্ব প্রতিবেদক:
বাজার দুর্বল হয়ে আসছে উইন্ডোজ ফোনের। এ বাজার সংকোচনের কথা স্বীকার করলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা নিজেও। এর জন্য তিনি দায়ী করলেন দ্রুত পরিবর্তনশীল বাজারে সেবামানের নিম্নমুখিতাকে। খবর এনডিটিভি।
সাম্প্রতিক এক সাক্ষাত্কারে সত্য নাদেলার স্বীকারোক্তি, সেলফোনের বাজারে উইন্ডোজের অংশীদারিত্ব শুধু কম নয়, অস্থিতিশীলও বটে। তবে বাজার অংশীদারিত্ব দিয়ে কোনো পণ্য বা সেবামান নির্ধারণ করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাত্কারে নাদেলা বলেন, যদি আমরা বাজারে অংশীদারিত্বের পরিমাণ দিয়ে সাফল্য বিচার করতে যাই, তাহলে তা নিজেদের সঙ্গেই অন্যায় হবে।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে স্টিভ বলমারের কাছ থেকে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন সত্য নাদেলা। তিনি জানান, ভোক্তাদের কাছে প্রতিষ্ঠানের বিভিন্ন ডিভাইসের চাহিদা বাড়ছে এবং এসব ডিভাইসের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা আরো ছড়ানোয় প্রস্তুত মাইক্রোসফট।
উল্লেখ্য, স্মার্টফোনের বাজারে একটু দেরিতেই প্রবেশ করেছে উইন্ডোজ। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে বাজার দখলের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের জন্য আরো হতাশাজনক বিষয় হলো, গত দুই বছরে আরো সংকুচিত হয়ে এসেছে উইন্ডোজ ফোনের বাজার। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, বর্তমানে বাজারে উইন্ডোজ ফোনের অংশীদারিত্ব মাত্র ১ দশমিক ৭ শতাংশ।
বর্তমানে সেলফোনের বাজারে জায়গা করে নিতে মাইক্রোসফটের প্রধান ভরসা উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১০ মোবাইল। একই সঙ্গে বাজারে ডেস্কটপ অ্যাপ ও প্রায় সমজাতীয় কোডিং ব্যবহারের মাধ্যমে এর উইন্ডোজ ১০ মোবাইল ভার্সন নির্মাণে ডেভেলপারদের সুবিধার্থে ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপস ছেড়েছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ১০ বাজারে ছাড়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও উইন্ডোজ স্টোরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন নাদেলা।
এছাড়া উইন্ডোজ প্লাটফর্মে আরো অ্যাপস নিয়ে আসার প্রয়াস চালাচ্ছে মাইক্রোসফট। ‘প্রজেক্ট আইল্যান্ডউড’ ও ‘প্রজেক্ট অ্যাস্টোরিয়া’র আওতায় ডেভেলপারদের জন্য উইন্ডোজ অ্যাপ নির্মাণ আরো সহজ করে তোলার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। কিছুদিন আগে মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার মন্তব্য করেন, মাইক্রোসফটের উচিত অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর উইন্ডোজ ভার্সন বের করা। অন্যদিকে গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে মাইক্রোসফটের ‘প্রজেক্ট অ্যাস্টোরিয়া’ (অ্যান্ড্রয়েড টু উইন্ডোজ) অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার কথা জানানো হয়।
Source