খবরের শিরোনামঃ অবৈধ সাইবার ক্যাফে বন্ধের নির্দেশ

খবরের তারিখঃ ২০১৬-০১-০৫

-স্টাফ রিপোর্টার
লাইসেন্স না নিয়ে ইন্টারনেটসহ সাইবার ক্যাফে পরিচালনাকারী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মামলা এড়াতে লাইসেন্সবিহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবা দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে লাইসেন্স নেয়ারও নির্দেশ দিয়েছে বিটিআরসি। গতকাল বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অবৈধ সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। বিটিআরসি জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর বিধান অনুযায়ী সাইবার ক্যাফে পরিচালনা, ইন্টারনেট সেবা প্রদানসহ যে কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য কমিশন থেকে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। ১আইনের ৩৫ ধারার বিধান অনুযায়ী, লাইসেন্স ছাড়া টেলিযোগাযোগ যন্ত্রপাতি স্থাপনসহ সেবা দেয়া অপরাধ এবং এজন্য আইনে অনধিক ১০ বছর কারাদণ্ড বা অনধিক ৩০০ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হওয়ার বিধান রয়েছে। কমিশন থেকে এ বিষয়ে একাধিকবার বিজ্ঞপ্তি দেয়াসহ অবৈধ ইন্টারনেট এবং সাইবার ক্যাফে পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনও যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্সবিহীন সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবা প্রদান করছে, সেসব প্রতিষ্ঠানসমূহকে বর্ণিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হলো। একই সঙ্গে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে বিটিআরসি থেকে সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবার লক্ষ্যে লাইসেন্স গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। বিটিআরসি বিজ্ঞপ্তিতে লাইসেন্স ছাড়া ইন্টারনেট এবং সাইবার ক্যাফে সেবা প্রদানকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের চুক্তি, সেবা প্রদান, সেবা গ্রহণ এবং ব্যান্ডউডথ প্রদান থেকে সংশ্লিদের বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।

Source