-বিবার্তা প্রতিবেদক
দেশের গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে অরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যেই সারাদেশে গ্রামীণফোনের ১০ হাজার বেস স্টেশনের সবগুলোকে সুপার ৩জি নেটওয়ার্ক এ চালু হবে। এর ফলে গ্রামীণফোন ব্যবহারকারীরা অরো উন্নত সেবা ভোগ করতে পারবে।
মঙ্গলাবার দুপুর ১২টার দিকে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের গ্রুপ প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে।
সিগভে বলেন, ২০১৩ সালের শেষের দিকে ৩জি সেবা চালু করার পর থেকে এখন পর্যন্ত ৫৮৩১টি বেস স্টেশনকে ৩জিতে রূপান্তর করা হয়। ২০১৫ সালে ৩৪০১টি ৩জি স্টেশন ৩জি সেবা দানের উপযোগি করে তুলেছি। এ ফলে বছর শেষে সারা দেশে গ্রামীণফোন ৫৮৩১টি সাইটের মাধ্যমে ৩জি সেবা প্রদানে কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশে এখন জিপি নেটওয়ার্কের সেবা গ্রহণ করছে সন্তোষজনক সংখ্যক ব্যবহারকারী। আশা করছি আগামী ৫ বছরের মধ্যে এর সংখ্যা দ্বিগুণ হবে।
তিনি অরো বলেন, এই ৩জি সেবা চালুর মধ্যদিয়ে বাংলাদেশে নেটওয়ার্ক প্রযুক্তি অরো এক ধাপ এগিয়ে যাবে। ব্যবহারকারীরা তাদের সকল তথ্য দ্রুত আদান-প্রদান করতে পারবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের গ্রুপ প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে। টেলিনরের এই শীর্ষ কর্মকর্তা সিইও হিসেবে বাংলাদেশে এটি তার প্রথম সফর।
ব্রেক্কে ২০১৫ সালের ১৭ আগস্ট টেলিনরের গ্রুপ প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব নেন।
১৯৯৯ সালে টেলিনরে যোগ দেয়া ব্রেক্কে দীর্ঘ সময় ধরে টেলিনরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টেলিনর গ্রুপের এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধানের দায়িত্বে ছিলেন। ব্রেক্কের সময়ে এশিয়া অঞ্চলে টেলিনরে একশো মিলিয়নের বেশি গ্রাহক যুক্ত হয়েছে। আর এর মান আগের চেয়ে অনেক বেড়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠিসহ অন্যান্য কর্মকর্তারা।
Source