খবরের শিরোনামঃ ভারতে তিনটি তথ্যকেন্দ্র করবে মাইক্রোসফট

খবরের তারিখঃ ২০১৫-১০-০৪

-
ইনকিলাব ডেস্ক : ভারতকে প্রযুক্তি হাব হিসেবে প্রতিষ্ঠায় ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ উদ্যোগকে সফল করতে সিলিকন ভ্যালি সফর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রোববার সফরের অংশ হিসেবে বিশ্বের প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ক্লাউড সেবা সরবরাহের জন্য ভারতে তিনটি তথ্যকেন্দ্র স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন নাদেলা। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া। এ বিষয়ে মাইক্রোসফট ইন্ডিয়ার চেয়ারম্যান ভাস্কর প্রামাণিক বলেন, তারা ভারতে মোট তিনটি তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছেন। এর মধ্যে দেশটির পশ্চিমে দুইটি এবং দক্ষিণে একটি কেন্দ্র স্থাপন করা হবে। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি দেশটির ঠিক কোন অঞ্চলে কেন্দ্রগুলো স্থাপন করা হবে।এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে ভারত প্রথম দেশ যেখানে তথ্যকেন্দ্র স্থাপনে বড় বিনিয়োগ করতে যাচ্ছে মাইক্রোসফট। দেশটিতে ধারণক্ষমতার দিক থেকে বড় তথ্য কেন্দ্র স্থাপনে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে জানান তিনি। এছাড়া ভারতে স্থাপিত মাইক্রোসফটের তথ্যকেন্দ্রের নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টিও হবে অত্যন্ত সুরক্ষিত। পরিমাণ, সুযোগ ও সক্ষমতার দিক থেকে দেশটিতে স্থাপিত তথ্য কেন্দ্রের মাধ্যমে কম্পিউটটিংয়ের ধারা পরিবর্তিত হয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। ভাস্কর প্রামাণিক বলেন, এরই মধ্যে প্রায় ১২৫টির বেশি প্রতিষ্ঠান ভারতে স্থাপনের জন্য পরিকল্পনাধীন তথ্য কেন্দ্র পরীক্ষামূলক ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।প্রযুক্তিখাতের গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে ভারত অন্যতম একটি। চলতি বছরের জুনে দেশটিতে একাধিক তথ্য কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছিল মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এজন্য ২০১৬ সালের মধ্যে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

Source