খবরের শিরোনামঃ ফোনে প্রত্যাশা সীমিত করছে মাইক্রোসফট

খবরের তারিখঃ ২০১৫-১০-০৬

-বণিক বার্তা ডেস্ক
মোবাইল ডিভাইস খাতে ব্যবসা প্রসারে বেশ কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছে মার্কিন কোম্পানি মাইক্রোসফট। এত দিন তারা প্রায় সব শ্রেণীর গ্রাহকের কথা মাথায় রেখে ডিভাইস বাজারে এনেছে। কিন্তু এখন এ ধারায় পরিবর্তন আনতে যাচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। বিশেষ শ্রেণীর গ্রাহকদের জন্যই এখন ডিভাইস তৈরি করবে তারা। উদাহরণ হিসেবে বলা যায়, ব্যবসা উপযোগী মোবাইল ডিভাইস তৈরিতেই মনোনিবেশ বাড়াচ্ছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। এ সপ্তাহে নতুন ডিভাইস আনতে যাচ্ছে মাইক্রোসফট। উচ্চ মূল্যের অন্তত দুটি ডিভাইস আনার কথা রয়েছে। লুমিয়া সিরিজের নতুন ডিভাইসগুলো বিশেষ শ্রেণীর গ্রাহকদের কথা মাথায় রেখেই আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। কয়েক বছর ধরে উইন্ডোজ স্মার্টফোন নিয়ে কাজ করে আসছে মাইক্রোসফট। মোবাইল ডিভাইস খাতে এগিয়ে যেতে নকিয়ার মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের সেলফোন ইউনিটও কিনে নেয় তারা। কিন্তু ফলাফল খুব আশাপ্রদ হয়নি। মোবাইল ডিভাইস দিয়ে প্রত্যাশা অনুযায়ী তারা ব্যবসা করতে পারছে না বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। এত দিন তারা সর্বসাধারণের জন্য ডিভাইস তৈরি করত। কিন্তু এখন প্রতিষ্ঠানটি এ প্রবণতা থেকে সরে আসছে। ধারণা করা হচ্ছে, এখন থেকে ব্যবসার মতো বিশেষ খাতের উপযোগী ডিভাইস তারা বাজারে আনবে। স্বভাবত ডিভাইসগুলোর দামও বেশি পড়বে। এক্ষেত্রে বলা যায়, লুমিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। মাইক্রোসফটের লুমিয়া সিরিজের বিক্রি খুব একটা আশাব্যঞ্জক নয়। এতে ব্যয়ও বাড়ছে। এ কারণে ব্যয় কমিয়ে আনতে চেষ্টা করছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা। এরই মধ্যে প্রতিষ্ঠানটির অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ ১০ বাজারে এসেছে। উইন্ডোজ ১০-এর সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলোরও উন্নয়ন করেছে মাইক্রোসফট। ফলে আসন্ন লুমিয়ায় নতুন কিছুই আশা করছেন খাতসংশ্লিষ্টরা। তবে এগুলো সাধারণের ক্রয়সীমা বা ব্যবহার উপযোগী হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

Source