-এম. মিজানুর রহমান সোহেল
দেশের সব মোবাইল ফোন অপারেটরের সিম পুনরায় রেজিস্ট্রেশন করুন ঘরে বসেই। এ জন্য একটি এসএমএস পাঠিয়ে দিলে মুহূর্তেই সিমটি রি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। এ জন্য এসএমএসের কোনো ফি কাটবে না মোবাইল অপারেটররা। অবৈধ ও অনিবন্ধিত সিম দেশ ও জাতির জন্য বিপজ্জনক শিরোনামে সব মোবাইল অপারেটর একটি পোস্টার প্রকাশ করেছে। সেখানে এসএমএসের মাধ্যমে মোবাইল সিম রি-রেজিস্ট্রেশন করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। নিবন্ধিত বা অনিবন্ধিত সব সিম কার্ড পুনরায় নিবন্ধন করতে হলে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠালে মুহূর্তেই একটি ফিরতি এসএমএসের মাধ্যমে তা গ্রহণ করা হয়েছে বলে অপারেটরটি জানিয়ে দেবে। পোস্টারে দেয়া তথ্যমতে, এসএমএসের মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম। এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে। ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। এ ছাড়াও প্রত্যেকটি মোবাইল অপারেটরের ওয়েবসাইট বা হেল্পলাইন থেকেও সহায়তা নিতে পারেন। এর আগে ওয়েবসাইটের মাধ্যমে শুধু বাংলালিংক সিম রেজিস্ট্রেশনের পদ্ধতি জানিয়েছিল অপারেটরটি। বাংলালিংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্য হালনাগাদ করতে আবেদন করুন। সম্মানিত গ্রাহক, আপনার সংযোগের সঠিক নিবন্ধন মোবাইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন আপনিই আপনার সংযোগের তথ্যাদি সব শর্তানুযায়ী সঠিকভাবে হালনাগাদের জন্য আবেদন করতে পারবেন। তথ্য হালনাগাদের জন্য আবেদন করতে আপনার মোবাইল নম্বরটি প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হালনাগাদের প্রয়োজন নেই। এ জন্য প্রথমে http://goo.gl/WqZqeP ঠিকানায় গিয়ে আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং নিচের নম্বরটি টাইপ করে ঘবীঃ-এ যান, আপনার মোবাইলে একটি কোড আসবে ওই কোডটি দিয়ে সাবমিট করুন, তারপর আপনার নাম, জন্ম তারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড অথবা যে কোনো আইডি কার্ডের দুটি পার্ট সংযুক্ত করতে হবে। এরপর Save এ click করে বেরিয়ে আসুন। আপনার সিম রেজিস্ট্রেশন চূড়ান্ত হলে আপনাকে জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত, দেশের চলমান ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহকের তথ্য হালনাগাদ করতে উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য হালনাগাদ শুরু হবে। ইতিমধ্যে মোবাইল অপারেটরদের সংগ্রহে থাকা মোবাইল সিমের তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনের কাছে এনআইডির তথ্য দিতে শুরু করেছে অপারেটররা। তবে তার আগে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
Source