খবরের শিরোনামঃ ৫জি ইন্টানেটের গতি হবে ৩.৬ জিবিপিএস

খবরের তারিখঃ ২০১৫-১০-১১

-অনলাইন ডেস্ক:
চীন ও জাপানের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান ৩.৬ জিবিপিএস গতি সম্পন্ন পঞ্চম প্রজন্মের ৫জি ইন্টানেটের পরীক্ষা চালিয়েছে। প্রতিষ্ঠান দুইটির একটি চীনের হুয়াওয়ে অন্যটি জাপানের এনটিটি ডোকমো। চতুর্থ প্রজন্মের ফোরজি ইন্টারনেট চালু করেছে প্রযুক্তিতে উন্নত বিশ্বের কয়েকটি দেশ। তবে এরই মধ্যে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট নিয়ে কাজ করছে বিশ্বের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান। যৌথভাবে প্রতিষ্ঠান দুইটি ৫জি নেটওয়ার্কের ফিল্ড টেস্ট পরিচালনায় প্রথমবারেই ফলাফল এসেছে সেকেন্ডে ৩ দশমিক ৬ গিগাবাইট। প্রতিষ্ঠান দুইটির গবেষকরা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই পঞ্চম প্রজন্মের টেলিকমিউনিকেশনের গতি পাবেন লোকজন। ২০১৮ সালের আগেই গ্রাহক পর্যায়ে উচ্চ গতির ৫জি ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব। সর্বোচ্চ ৩.৬ জিবিপিএস গতি এলেও ৫জি পরীক্ষায় ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১ দশমিক ৩৪ গিগাবাইট। তবে গবেষকরা বলছে গতি ১০ জিবিপিএস পর্যন্ত করা সম্ভব হবে।

Source