-বাণিজ্য ডেস্ক
উজবেক প্রেসিডেন্টের কন্যাকে ঘুষ প্রদানকে কেন্দ্র করে টেলিকম কম্পানি ভিম্পেলকমের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কম্পানির অন্যতম অংশীদার টেলিনরের জন্য। বিশেষ করে টেলিনরের বড় বিনিয়োগকারী নরওয়ে সরকার হওয়ায় এ দুর্নীতি জনগণ ও আইনপ্রণেতাদের মধ্যেও বড় প্রশ্ন তৈরি করেছে।
শেষ পর্যন্ত ভিম্পেলকম ইস্যুতে সরকারের সঙ্গে মতভিন্নতায় পদত্যাগ করেছেন টেলিনরের চেয়ারম্যান সভেন অ্যাসার। গত শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভিম্পেলকমের বিষয়টি সমাধানের ব্যাপারে সরকারের সঙ্গে আমার দৃষ্টিভঙ্গি মিলছে না।' ভিম্পেলকমে টেলিনরের মালিকানা রয়েছে ৩৩ শতাংশ। উজবেকিস্তানের ভিম্পেলকমের ব্যবসা করাকে কেন্দ্র করে কম্পানিটির বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও ডাচ কর্তৃপক্ষ। এ নিয়ে চূড়ান্ত কোনো সুরাহা এখনো হয়নি। এ ইস্যুতেই নরওয়ে সরকার ও অ্যাসারের মতের মিল না হওয়ায় দায়িত্ব ছেড়েছেন তিনি।
টেলিনরের ৫৩.৯৭ শতাংশ শেয়ারের মালিকানা নরওয়ে সরকারের হাতে থাকায় ভিম্পেলকমের দুর্নীতির অভিযোগ ভোগাচ্ছে নরওয়ে সরকারকে। দুর্নীতি বিষয়ে সরকার কতটুকু জানে এ নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। এমন পরিস্থিতিতে ভিম্পেলকম থেকে টেলিনরের মালিকানা বিক্রির সিদ্ধান্তের কথা জানায় সরকার। তারই কয়েক সপ্তাহ পর পদত্যাগ করলেন টেলিনর গ্রুপের চেয়ারম্যান।
গত শুক্রবার নরওয়ের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোনিকা মিলান্দ বলেন, 'টেলিনরের চেয়ারম্যানের ওপর আমার আর কোনো আস্থা নেই।' ভিম্পেলকমের বিষয়ে প্রতিষ্ঠানটি তাঁকে যে তথ্য দিয়েছে, তার ওপর ভিত্তি করেই মোনিকা এ মন্তব্য করেন বলে জানান। তবে টেলিনর ভিম্পেলকমের বিষয়ে তাঁকে কী ধরনের তথ্য দিয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি মোনিকা। টেলিনর প্রথম ভিম্পেলকমের শেয়ার কেনে ১৯৯৯ সালে। পরবর্তী সময়ে ভিম্পেলকমের মাধ্যমে টেলিযোগাযোগ খাতে দখল বাড়াতে এতে আস্থা রাখে টেলিনর কর্তৃপক্ষ। ভিম্পেলকমের বিষয়ে মার্কিন ও ডাচ কর্তৃপক্ষ অভিযোগ করে যে, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে উজবেকিস্তানে ব্যবসা প্রসারে ঘুষ দিয়েছে।
জানা যায়, টেলিনর ঋণের বোঝা কমাতে ভিম্পেলকমের শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল। কিন্তু তদন্ত চলমান থাকায় ভিম্পেলকমের শেয়ার বিক্রি করতে টেলিনরকে বেশ বেগ পেতে হবে বলেই মনে করছে খাতসংশ্লিষ্টরা। গত আগস্টের হিসাবে তাদের ঋণের পরিমাণ প্রায় এক হাজার ৮০০ কোটি ডলার। ভিম্পেলকমের শেয়ার বিক্রি করতে না পারলে এ ঋণ শিগগিরই শোধ করতে পারছে না নরওয়েভিত্তিক প্রতিষ্ঠানটি। ২০১২ সালে টেলিনরে যোগ দেওয়া সভেন অ্যাসার পদত্যাগ করলেও নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, তা এখনো জানা যায়নি। ওয়ালস্ট্রিট জার্নাল।
Source