খবরের শিরোনামঃ মোবাইল ডাটা ল্যাব কিনল মাইক্রোসফট

খবরের তারিখঃ ২০১৫-১১-০৮

-বণিক বার্তা ডেস্ক
মাইলেজ-ট্র্যাকিং অ্যাপ মাইলআইকিউর নির্মাতা স্টার্টআপ প্রতিষ্ঠান মোবাইল ডাটা ল্যাব কিনল মাইক্রোসফট। এ অধিগ্রহণের আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি। অধিগ্রহণের চুক্তি অনুযায়ী, আইওএস ও অ্যান্ডয়েড প্লাটফর্মে মাইলআইকিউর সেবা সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু এখন থেকে অ্যাপটির উন্নয়নকারী দলটি মাইক্রোসফটের হয়ে কাজ করবে। ২০১১ সালে ড্যান বমজে ও চাক ডিয়েট্রিচ নামে দুই ব্যক্তি মোবাইল ডাটা ল্যাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীর তালিকায় সেলফোর্সের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিওফ আছেন। বৈশ্বিকভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মে অ্যাপটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যাপটির ব্যবহারকারী ১০ লাখ ছাড়িয়েছে।

Source