-বণিক বার্তা ডেস্ক
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনহীন সিম বন্ধ না করায় ৫২০ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকাভিত্তিক সেলফোন অপারেটর এমটিএন নাইজেরিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বড় অঙ্কের এ জরিমানা নির্ধারণ করেছে নাইজেরিয়ার কমিউনিকেশন্স কমিশন (এনসিসি)। এ ঘটনার জেরেই পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিফিসো ডাবেঙ্গুয়া। গতকাল এক বিবৃতিতে এমটিএনের পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়। খবর এএফপি।
এমটিএন গ্রুপ দক্ষিণ আফ্রিকাভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান। এটি এম-সেল নামেই সর্বাধিক পরিচিত। প্রতিষ্ঠানটি মূলত আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে টেলিযোগাযোগ সেবা সরবরাহ করে আসছে।
পদত্যাগের বিষয়ে ডাবেঙ্গুয়া বলেন, এমটিএন এবং এর শেয়ারহোল্ডারদের মধ্যে আমাকে ঘিরে আগ্রহের কমতি নেই। আমার ক্ষেত্রেও তাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, বেশ কিছুদিন ধরেই এমটিএন নাইজেরিয়ার সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটছে, যা আমাকে পদত্যাগে উদ্বুদ্ধ করেছে। আর তা কার্যকরও হয়েছে তাত্ক্ষণিকভাবে।
এদিকে ডাবেঙ্গুয়ার পদত্যাগের কারণে অনির্বাহী চেয়ারম্যান পুথুমা অ্যানেক্সলেকোকে এমটিএনের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ছয় মাস অবদি তিনি এ পদে বহাল থাকছেন। আর এ সময়ের মধ্যে সাবেক প্রধান নির্বাহীর উত্তরসূরি খুঁজবে প্রতিষ্ঠানটি।
আফ্রিকার শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এমটিএন। নাইজেরিয়ার পাশাপাশি আফ্রিকার অন্য দেশগুলোয় বিপুল সংখ্যক নিবন্ধিত গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে এমটিএনের নিবন্ধনহীন সিম ব্যবহারকারীর সংখ্যাও নেহায়েত কম নয়। দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ায় প্রায় ৫১ লাখ নিবন্ধনহীন সিম সংযোগ বিচ্ছিন্ন করার তাগিদ দিয়ে আসছিল এনসিসি। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যথাযথ উদ্যোগ না নেয়ায় সর্বশেষ নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া হয় নাইজেরিয়ার কমিউনিকেশন্স কমিশনের পক্ষ থেকে। কিন্তু ওই সময়সীমার মধ্যেও নিবন্ধনহীন সিমের সংযোগ বিচ্ছিন্ন না করায় সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫২০ কোটি ডলার জরিমানা নির্ধারণ করা হয়। এছাড়া দেশটিতে দুর্বল নেটওয়ার্ক সেবা সরবরাহের অভিযোগ রয়েছে এমটিএনের বিরুদ্ধে। বিপুল সংখ্যক গ্রাহকের নেতিবাচক অভিযোগ রেকর্ড সংখ্যক জরিমানা নির্ধারণে ভূমিকা রেখেছে।
জানা গেছে, এরই মধ্যে এনসিসির পক্ষ থেকে জরিমানার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি এমটিএন নাইজেরিয়ার কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিঠি পাওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে এমটিএন নাইজেরিয়া জানায়, আমরা নিয়ন্ত্রক সংস্থার পাঠানো চিঠির খুঁটিনাটি দিক পর্যালোচনা করছি। শিগগিরই এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া এমটিএনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জরিমানার বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই বিষয়টি নিয়ে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা। কিন্তু এর আগেই এমটিএনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সড়ে দাঁড়ালেন সিফিসো ডাবেঙ্গুয়া।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটি এমটিএনের সবচেয়ে বড় বাজার। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের পরিসংখ্যান অনুযায়ী, নাইজেরিয়ার মোট ৬ কোটি ২৮ লাখ গ্রাহক আছে এমটিএনের।
বর্তমান নির্বাহী চেয়ারম্যান অ্যানেক্সলেকো বলেন, বর্তমান ইস্যুকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নাইজেরিয়ার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে প্ররোচক চুক্তির পাশাপাশি কাজ অব্যাহত রাখার আশাবাদ করা হয়। তিনি বলেন, বিপুল সংখ্যক নিবন্ধনহীন সিম ব্যবহারকারী অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
তিনি বলেন, আমার দ্বিতীয় কাজ হলো পরিচালনা পর্ষদের সদস্যদের সহযোগিতায় এমটিএনের জন্য একজন উপযুক্ত সিইও খুঁজে বের করা। যিনি প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নেবেন। এর পর তিনি আবারো অনির্বাহী চেয়ারম্যানের ভূমিকায় ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
Source