খবরের শিরোনামঃ ফোরজির জন্য প্রস্তুত মিয়ানমার

খবরের তারিখঃ ২০১৫-১১-২১

-বণিক বার্তা ডেস্ক
মিয়ানমারের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো এখন চাইলেই ফোরজির সেবা সরবরাহে নিবন্ধন নিতে পারবে। দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়। টেলিকম এশিয়া। উপমন্ত্রী ইউ থং টিন মিয়ানমার টাইমসকে জানান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে ফোরজি সেবা সরবরাহে প্রয়োজনীয় স্পেকট্রাম সরবরাহে তারা প্রস্তুত। টেলিনর মিয়ানমার ও ওরেডো মিয়ানমার এ বিষয়ে আগেই আগ্রহ প্রকাশ করেছে। তবে পর্যাপ্ত মানুষের হাতে ফোরজি ডিভাইসে পৌঁছানোর পরই তারা এ উদ্যোগ নেবে বলেও জানায়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এমপিটিও এ বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সে সময় ফোরজি নিবন্ধন বরাদ্দ শুরু না হওয়ায় অগ্রগতি হয়নি। এ তিনটি ছাড়াও নতুন একটি প্রতিষ্ঠান দেশটিতে সেবা সরবরাহ শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছেন রোনাল্ড বারজার। নতুন জোটে স্থানীয় ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তাদের দখলে থাকবে প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ শেয়ার। বাকি ৪৯ শতাংশ থাকবে বিদেশী প্রতিষ্ঠানের দখলে।

Source