-বণিক বার্তা ডেস্ক
ভারতের চার শাখা প্রতিষ্ঠানকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। মূলত দেশটির বাজারে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ছাড়তেই এ উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ-সংক্রান্ত এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানান, এজন্য ভোডাফোনকে আপাতত ২ হাজার কোটি রুপি (৩০ কোটি ডলার) পরিশোধ করতে হবে। খবর ফিন্যান্সিয়াল টাইমস।
নতুন রায়ে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি তাদের চার শাখাকে একত্রিত করার অনুমোদন পেয়েছে। এতে দেশের বাজারে তাদের আইপিও ছাড়ার প্রক্রিয়া আরো একধাপ এগোলো। কিন্তু এখনো তাদের এ প্রক্রিয়ায় এগিয়ে যেতে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মোট ৬ হাজার ৯০০ কোটি রুপি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। প্রতিষ্ঠানটি চলতি মাসেই বাজার অবস্থার পরিপ্রেক্ষিতে আইপি ছাড়ার নতুন পরিকল্পনার কথা জানায়। ২০১২ সালেও দেশটির বাজারে আইপিও ছাড়ার পরিকল্পনা করে তারা। কিন্তু দেশটির সরকারের সঙ্গে অপরিশোধিত করসহ অন্যান্য ইস্যুর কারণে তখন সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। এ বছর গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশটির দ্বিতীয় শীর্ষ মোবাইল নেটওয়ার্কটি ইনভেস্টমেন্ট ব্যাংক রথসচাইল্ডকে নিয়োগের মাধ্যমে প্রক্রিয়ায় গতি সঞ্চারের চেষ্টা শুরু করছে। উদীয়মান বাজারেই অধিক মনোযোগ ভোডাফোনের। এর মধ্যে ভারত তাদের অন্যতম আশা। জার্মানি ও ইতালির মতো ইউরোপের বাজারগুলোয় তাদের প্রবৃদ্ধি কমে আসায় এ দেশগুলো দিয়েই পরিস্থিতি শামাল দিতে চাইছে তারা। ভোডাফোন ভারতের সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হলেও এখানে তাদের বেশকিছু মামলা চলছে। চলতি মাসেই প্রতিষ্ঠানটির সিইও ভিত্তোরিও কোলাও দেশটির বাজারে নতুন করে ১৩ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দেন।
ভোডাফোন ইস্ট, ভোডাফোন সাউথ, ভোডাফোন সেল্যুলার ও ভোডাফোন ডিজিলিঙ্ককে একত্রিত করার পথে এগোচ্ছে মূল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান চারটিকে একত্রিত করতে রিগুলেটরি ফি ও স্পেক্ট্রাম লেনদেনে বড় অঙ্কের অর্থ পরিশোধের কথাই বলেছেন আদালত। তবে ভোডাফোন এখনো নতুন রায়ের বিষয়ে মুখ খোলেনি।
এ বছরের শুরুতে চার প্রতিষ্ঠানকে এক করতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোডাফোনের কাছ থেকে ৬ হাজার ৬৮০ কোটি রুপি (১০০ কোটি ডলার) দাবি করে। এর পরিপ্রেক্ষিতেই আদালতের শরণাপন্ন হয় ভোডাফোন। গত সোমবারের রায়ে আপাতত প্রক্রিয়াকে এগিয়ে নিতে আদালত ২ হাজার কোটি রুপি অন্তর্বর্তীকালীন হিসেবে পরিশোধের নির্দেশ দেন। তবে পুরো প্রক্রিয়ায় যে ১০০ কোটি ডলারের কথা বলা হচ্ছে, তা নিয়েও ভোডাফোনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে।
Source