-বণিক বার্তা ডেস্ক
ক্লিন এনার্জি খাতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কার্বনবিহীন শক্তির উত্স নিয়ে গবেষণা ও বাস্তবায়নে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করবেন তিনি। প্যারিসে আজ থেকে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন শীর্ষক জাতিসংঘের বার্ষিক সম্মেলনে বিল গেটস নতুন বিনিয়োগের ঘোষণা দেবেন। বিষয়টি এক প্রতিবেদনে জানায় ক্লাইমেটওয়্যার। খবর ভার্জ।
যুক্তরাষ্ট্র ও ভারত এরই মধ্যে ক্লিন এনার্জির গবেষণা ও বাস্তবায়নে তাদের তহবিল দ্বিগুণ করতে সম্মত হয়েছে। এদিকে বিল গেটসসহ সংশ্লিষ্ট অনেকে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন। গেটস ফাউন্ডেশন থেকেই এ অর্থ বিনিয়োগ করা হবে বলে জানা যায়। সম্প্রতি তিনি জিরো-কার্বন এনার্জি প্রযুক্তির উন্নয়নে ২০০ কোটি ডলার বিনিয়োগের আভাস দেন। ২০১০ সালেই কার্বনবিহীন শক্তির উত্স নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। সে সময় তিনি ৩৫ বছরের মধ্যে বৈশ্বিক কার্বন নিসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান। বিশ্লেষকদের মতে, এ লক্ষ্য অর্জনে পারমাণবিক, সৌর ও বায়ুচালিত শক্তির মতো খাতে বড় বিনিয়োগ করতে হবে। আগের বিবৃতিতে গেটস জানান, এসব উত্স থেকে শক্তি উত্পাদন বাড়াতে বিনিয়োগ দুই থেকে তিন গুণ বাড়ানো উচিত।
গেটসের বিনিয়োগের ধরন ও এর প্রক্রিয়া সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে আগেও তিনি বেশকিছু এনার্জি টেকনোলজিতে বিনিয়োগ করেছেন এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।
গেটস এর আগে টেরাপাওয়ার নামের এক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন। প্রতিষ্ঠানটি ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে কাজ করত, যার মাধ্যমে ব্যবহূত ইউরেনিয়াম থেকে জ্বালানি উত্পাদন করা হয়। এছাড়া সৌর রাসায়নিক জ্বালানি খাতেও বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এ ব্যবস্থার মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে হাইড্রোকার্বনভিত্তিক জ্বালানি উত্পাদন সম্ভব। আর এ জ্বালানিতে কার্বনের পরিমাণ প্রায় শূন্যের কোটায় থাকে। এছাড়া বায়ু থেকে জ্বালানি উত্পাদন ব্যবস্থায়ও আগ্রহ দেখিয়েছেন তিনি। এখনো নির্দিষ্ট কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গেটস তার আগের আগ্রহের জায়গুলোতেই বিনিয়োগ করবেন। সৌর, পারমাণবিক ও বায়ু থেকে শক্তি উত্পাদন ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ কার্বনশূন্য জ্বালানি উত্পাদনে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মতো বেশকিছু দেশ কার্বনশূন্য জ্বালানি উত্পাদনে তাদের তহবিল দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। বিল গেটসের বিনিয়োগের এ আগ্রহ তাকে বারাক ওবামা ও নরেন্দ্র মোদির কাতারে এনে দাঁড় করাল।
চলতি মাসের শুরুতে দি আটলান্টিককে দেয়া সাক্ষাত্কারে বিল গেটস বলেন, ‘বাতাসের জোরে, সূর্যের আলো থেকে জ্বালানি উত্পাদন নিয়ে যারা ভাবছে, তাদের আমাদের সাহায্য করা উচিত। এ ধরনের প্রচুর ধারণা রয়েছে, যেগুলো নিয়ে নতুন অনেকে কাজ করছে। আর এ-সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়েও কাজ চলছে। বিষয়টির সামগ্রিক উন্নয়নে বড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে।’
আজ শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগের ঘোষণা আসা করছেন বিশ্লেষকরা। এছাড়া বিল গেটসের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদদের খাতটিতে অন্তর্ভুক্তি একে এগিয়ে নিতে সাহায্য করবে। ক্লিন এনার্জি নিয়ে যারা গবেষণা করছেন, তাদের জন্য এবারের সম্মেলনে বড় ঘোষণা আসতে যাচ্ছে। এতেই বিভিন্ন দেশ ও সংস্থা তাদের বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেবে।
Source