খবরের শিরোনামঃ দখল বাড়ানোর লক্ষ্য এইচটিসির

খবরের তারিখঃ ২০১৫-১২-০২

-বণিক বার্তা ডেস্ক
ভারতের সাশ্রয়ী স্মার্টফোন বাজারে দখল বাড়ানোর পরিকল্পনা করছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান এইচটিসি। এ বাজারের ৮ শতাংশ নিজেদের করে নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা সম্প্রতি জানিয়েছে তারা। খবর ইকোনমিক টাইমস। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত নতুন ডিভাইস ভারতের বাজারে আনার পরিকল্পনা রয়েছে এইচটিসির। দেশটির বাজারে চীনা ও ভারতীয় ডিভাইস নির্মাতাদের কারণে বড় প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানটি। মাইক্রোম্যাক্স, লাভা ও শাওমির মতো প্রতিষ্ঠানের দখল ভারতে বাড়ছে। এ কারণেই নতুন ডিভাইসে মনোযোগ বাড়াচ্ছে তারা। আগামী ছয় মাসে এ বাজারের সাড়ে ৭ থেকে ৮ শতাংশ দখল নেয়ার পরিকল্পনা তাদের। এইচটিসির গ্লোবাল সেলস বিভাগের প্রেসিডেন্ট চিয়া-লি চ্যাং বলেন, ‘সব দামের ডিভাইসেই আমরা মনোযোগ বাড়াচ্ছি। ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার। বৈশ্বিকভাবে এইচটিসিকে ভালো অবস্থানে নিতে আগে ভারতে অবস্থান শক্তিশালী করতে হবে।’ আগামীতে দেশটির বাজারে শুধু ফোরজি নেটওয়ার্ক সমর্থিত ডিভাইস উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটি মধ্যম দামের ওয়ান এ নাইন ও দামি সিরিজের ডিজায়ান ৮২৮ স্মার্টফোন উন্মোচন করে। এ উন্মোচন অনুষ্ঠানে চিয়া-লি চ্যাং জানান, ভারতের বাজারে তারা ১০ হাজার রুপির নিচের ডিভাইস উন্মুক্ত করার চেষ্টা করছে। নতুন লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, ‘নতুন ডিভাইসগুলোর দাম শুরু হবে ৮ হাজার রুপি থেকে। ৮ থেকে ১৫ হাজার রুপির মধ্যকার স্মার্টফোনের বাজারে আগামী ছয় মাসে দখল সাড়ে ৭ থেকে ৮ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ ভারতের মধ্যম দামের ডিভাইসের বাজারে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটির বর্তমান দখল ৫ শতাংশেরও কম। যেখানে ১০ হাজার রুপির কম দামের এইচটিসির কোনো ডিভাইসই এখন ভারতে নেই। সব ক্যাটাগরির স্মার্টফোন বাজারে তাদের দখল প্রায় ৪ শতাংশ বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

Source