-বণিক বার্তা ডেস্ক
২০১৭ সালের মধ্যে ভারতে টেলিনরের অর্ধেকের বেশি গ্রাহক তাদের মোবাইল ডিভাইসে ডাটা সেবা ব্যবহার করবেন। যেখানে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে এ হার ২২ শতাংশ। খবর এনডিটিভি।
‘বর্তমানে ভারতে টেলিনরের ২২ শতাংশ গ্রাহক ডাটা সেবা ব্যবহার করছেন। ২০১৭ সালের মধ্যে এ হার ৫০ শতাংশ ছাড়াবে। এ লক্ষ্যে তারা দেশটির বাজারে সাশ্রয়ী ডাটা প্যাকেজ চালু করছে। টেলিনরের আনলিমিটেড এন্টারটেইনমেন্ট সার্ভিস প্যাকের মাধ্যমে ভারতের গ্রাহকরা মাত্র দুই রুপিতে গান ও ভিডিও দেখতে পাবেন। এ ধরনের সেবা ইন্টারনেট ব্যবহারকারী বাড়াবে বলেই মনে করছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
টেলিনর ইন্ডিয়ার সার্কেল বিজনেস হেড শ্রীনাথ কোটিয়ান বলেন, ‘আমাদের নতুন প্যাকেজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে ডাটা নিয়ে গ্রাহকদের চিন্তা করতে হবে না।’ ভিডিও দেখতে ২ থেকে শুরু করে ২৮ রুপি পর্যন্ত ব্যবহারের সুযোগ রয়েছে। এর মেয়াদ প্যাকেজ বিশেষে ১ থেকে ২৮ দিন পর্যন্ত। গানের প্যাকেজ শুরু হয় ৪১ রুপি থেকে। আর এর মেয়াদ থাকে ২৮ দিন। কম দামের সেলফোনের সঙ্গে এ ধরনের সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা টেলিনরের লক্ষ্য পূরণে প্রভাবকের কাজ করবে বলেই মনে করা হচ্ছে।
Source