-বণিক বার্তা ডেস্ক
ফ্রান্সভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা অ্যালকাটেল-লুসেন্টের নিয়ন্ত্রণ পেল নকিয়া। এরই মধ্যে ১ হাজার ৫৬০ কোটি ইউরোয় (১৭ বিলিয়ন ডলার) প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ার কিনেছে ফিনল্যান্ডভিত্তিক নকিয়া। যার অংশ হিসেবে এবার অ্যালকাটেল-লুসেন্টের নিয়ন্ত্রণ পেল প্রতিষ্ঠানটি। আগামী সপ্তাহ থেকে এ দুই টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা তাদের কার্যক্রম একীভূতকরণের প্রক্রিয়া শুরু করবে। গত সোমবার নকিয়ার পাশাপাশি ফরাসি শেয়ারবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করে। খবর রয়টার্স ও এএফপি।
ফ্রেঞ্চ ফিন্যান্সিয়াল মার্কেট অথরিটি (এএমএফ) এক অন্তর্বর্তী প্রতিবেদনে জানায়, বর্তমানে অ্যালকাটেল-লুসেন্টের ৭৬ শতাংশ শেয়ারের মালিকানা এবং ভোটাধিকার নকিয়ার হাতে।
নকিয়া একসময়ের শীর্ষ সেলফোন নির্মাতা কোম্পানি। বৈশ্বিক বাজারে শুধু ফিচার ফোন দিয়েই একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু মোবাইল ডিভাইস বাজারে স্যামসাং ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের আবির্ভাব। পাশাপাশি এ প্রতিষ্ঠানগুলোর উচ্চ প্রযুক্তিনির্ভর সব স্মার্টফোনের দৌরাত্ম্যে পিছিয়ে পড়ে নকিয়া। নানামুখী পদক্ষেপ নেয়া সত্ত্বেও সেলফোন বাজারে আধিপত্য হারায় প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট বাজারে ঘুরে দাঁড়াতে না পেরে শেষ পর্যন্ত নিজেদের সেলফোন বিভাগ মার্কিন প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয় নকিয়া। সেলফোনের পরিবর্তে নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসায় মনোযোগ দেয় প্রতিষ্ঠানটি। আর সংশ্লিষ্ট খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে গত বছর ফরাসি প্রতিদ্বন্দ্বী অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণে সম্মত হয় নকিয়া, যা প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষ নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা এবং সেবা সরবরাহকারীর আসনে অধিষ্ঠিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব সুরি বলেন, শিগগিরই আমরা দুই প্রতিষ্ঠানকে একীভূত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং আমাদের সমন্বিত পরিকল্পনা কার্যকর করব। তিনি চলতি বছরের প্রথম প্রান্তিকেই চুক্তি অনুযায়ী, অধিগ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।
এছাড়া রাজীব সুরি বলেন, অ্যালকাটেল-লুসেন্ট এবং নকিয়া যৌথভাবে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি এবং সেবা নিয়ে কাজ করবে। মানুষ যেখানেই থাকুক না কেন, সুযোগ অনুযায়ী অসংখ্য মানুষকে সংযোগের আওতায় আনতে কাজ করবে সম্মিলিত নকিয়া করপোরেশন। শুধু টেলিযোগাযোগ নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসায় নয়। পাশাপাশি ইন্টারনেট নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসা খাত ও ক্লাউড সেবা খাতেও উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এ অধিগ্রহণ নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসা খাতে সুইডেনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এরিকসন এবং চীনভিত্তিক হুয়াউইর বিপরীতে দৃঢ় অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। ২০১৫ সালের এপ্রিলে অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণে আগ্রহ প্রকাশ করে নকিয়া। আর্থিক লেনদেন বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হওয়ায় একই বছরের জুলাইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা হাতবদলের সম্মতি দেয় ইউরোপিয়ান কমিশন। মূলত এর পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণের সব পথ পরিষ্কার হয়ে যায় নকিয়ার।
একীভূকরণের সম্মতি দানকালে ইউরোপিয়ান কমিশন জানায়, মালিকানা হাতবদলের পরও ব্যবসায়িক প্রতিযোগিতামূলক উদ্বেগ সৃষ্টি হবে না। কারণ প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের ভৌগোলিক অবস্থান দুই রকম। নকিয়া মূলত ইউরোপজুড়ে তাদের ব্যবসা পরিচালনা করে। অন্যদিকে অ্যালকাটেল-লুসেন্টের শক্ত অবস্থান উত্তর আমেরিকায়।
Source